Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Dale Steyn

Dale Steyn: উমরানকে কেন বেশি কিছু শেখাতে চান না স্টেন

স্টেন বলেছেন, ‘‘ভারত ওকে কী ভাবে ব্যবহার করবে, সেটা ভারতীয় দলের উপর নির্ভর করবে। ওকে কী ভাবে এবং কতটা ব্যবহার করা হবে সেটা গুরুত্বপূর্ণ।’’

স্টেনের সঙ্গে উমরান।

স্টেনের সঙ্গে উমরান। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মে ২০২২ ২২:৪১
Share: Save:

আইপিএলে নজর কেড়েছেন জম্মু-কাশ্মীরের তরুণ জোরে বোলার উমরান মালিক। সাইরাইজার্স হায়দাবাদের হয়ে বিপক্ষে ব্যাটারদের কার্যত ঘুম উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর বলের গতি নিয়ে চলছে চর্চা। হায়দরাবাদের বোলিং কোচ ডেল স্টেনের আশা, তরুণ জোরে বোলারকে সঠিক ভাবে ব্যবহার করবে ভারতীয় ক্রিকেট।

স্টেনের প্রশিক্ষণে রয়েছেন উমরান। তরুণ ছাত্রের ভবিষ্যত নিয়ে দারুণ আশাবাদী দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার। তিনি অবশ্য চান না, উমরানের বোলিংয়ে এখনই বাড়তি কিছু যোগ করা হোক। উমরানকে স্টেনের পরামর্শ, ‘‘এখনই অতিরিক্ত কিছু চেষ্টা করার দরকার নেই। তুমি যেটা শিখেছ সেটাই ভাল করে করার চেষ্টা কর। শেখার মধ্যে থেকে সেটাই কর যেটা তোমার বলকে আরও কার্যকর করবে। অতিরিক্ত কিছু করার চেষ্টায় চোট আঘাত লাগতে পারে। সেটা জিমে হোক বা বোলিং অ্যাকশনে পরিবর্তন শরীরের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। তাই যেটা করছ সেটাই শুধু আরও ভাল করে করার চেষ্টা করতে হবে।’’

উমরানকে ভারতীয় দলে দ্রুত দেখা যাবে বলে মনে করেন হায়দরাবাদের বোলিং কোচ। স্টেন বলেছেন, ‘‘ভারত ওকে কী ভাবে ব্যবহার করবে, সেটা ভারতীয় দলের উপর নির্ভর করবে। ও অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযুক্ত। যে ছেলে ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারে, তাকে যে কোনও দেশের দলই চাইবে। কিন্তু, ওকে কী ভাবে এবং কতটা ব্যবহার করা হবে সেটাই গুরুত্বপূর্ণ।’’

স্টেন মনে করেন, অভিজ্ঞতাই উমরানের বলে পরিবর্তন আনবে। গতির হেরফের করা বা বলকে দু’দিকে সুইং করানোর মতো বিষয়গুলো ধীরে ধীরে শিখে যাবে। এক সঙ্গে সবকিছু শেখাতে গেলে হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন স্টেন।

অন্য বিষয়গুলি:

Dale Steyn Umran Malik Sunrisers Hyderabad IPL 2022 Indian Cricket team BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy