Advertisement
০৫ নভেম্বর ২০২৪
MS Dhoni

IPL 2022: ম্যাচ শেষ হতেই কেন প্রাক্তন গুরুর শরণাপন্ন হলেন ধোনি

ধোনি অধিনায়ক থাকার সময় ভারতীয় দলের কোচ ছিলেন কারস্টেন। তাঁদের রসায়ন ছিল দুর্দান্ত। তাঁদের সময় বিশ্বকাপ ছাড়াও নানা সাফল্য ধরা দিয়েছে।

মহেন্দ্র সিংহ ধোনি।

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২২ ২০:৩৭
Share: Save:

সাফল্যের মন্ত্র নিতেই কি প্রাক্তন বিশ্বকাপজয়ী কোচের কাছে ছুটলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক?

২০১১। ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় বছর। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে দ্বিতীয় বার এক দিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের কোচ ছিলেন গ্যারি কারস্টেন। রবিবার আইপিএলে চেন্নাই সুপার কিংস-গুজরাত টাইটান্স ম্যাচের পর দেখা হল ভারতের শেষ বিশ্বজয়ী কোচ এবং অধিনায়কের।

পুনর্মিলন। ঝালিয়ে নেওয়া সুখ স্মৃতি। এ ভাবেই বোধ হয় ব্যাখ্যা করা যায় ধোনি-কারস্টেন সাক্ষাৎকে। চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। গুজরাতের মেন্টর কারস্টেন। তাঁদের জুটি বিশ্বকাপ ছাড়াও একাধিক সাফল্য এনে দিয়েছিল ভারতকে। নিউজিল্যান্ডের মাটিতে ৪০ বছর পর সিরিজ জয় বা আইসিসির টেস্ট ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষ স্থানে পৌছনো। এমন অনেক প্রাপ্তিই রয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটারের সঙ্গে ধোনির রসায়ন ছিল দুর্দান্ত। সেই রসায়নের সুফলই পেয়েছিল ভারতীয় ক্রিকেট।

গুজরাত এখনও পর্যন্ত চলতি আইপিএলের সফলতম দল। সেই সাফল্যেও রয়েছে কারস্টেনের ছোঁয়া। অন্য দিকে, ধোনির দলের পারফরম্যান্স বেশ শোচনীয়। মাত্র চারটে ম্যাচ জিতেছে তারা। তবে কি ধোনি সাফল্যের খোঁজেই প্রাক্তন কোচের কাছে ছুটে গিয়েছিলেন। তা অবশ্য জানা যায়নি। চেন্নাই শিবির সেই ভিডিয়ো দিয়েছে নেট মাধ্যমে।

রবিবার ম্যাচের পর ধোনি হাজির হন গুজরাত শিবিরে। দেখা করেন কারস্টেনের সঙ্গে। হালকা মেজাজে বেশ কিছুক্ষণ কথাও হয় দু’জনের। ছিলেন গুজরাত কোচ আশিস নেহরা এবং অধিনায়ক হার্দিক পাণ্ড্যও।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE