Advertisement
২১ মে ২০২৪
IPL 2024

দল পাননি আইপিএলে, কাউন্টি ক্রিকেটে নাম লেখালেন ভারতের পেসার

এক সময়ে আইপিএলে নিয়মিত হলেও গত তিন বছর ধরে দল পাচ্ছেন না। ফলে আইপিএলে অনিয়মিত হয়ে পড়েছেন। সেই জোরে বোলার এ বার কাউন্টি ক্রিকেট খেলবেন। নর্দাম্পটনশায়ারের হয়ে সই করেছেন তিনি।

cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৪ ২০:৩৫
Share: Save:

এক সময়ে আইপিএলে নিয়মিত হলেও গত তিন বছর ধরে দল পাচ্ছেন না। জোরে বোলার সিদ্ধার্থ কৌল এ বার কাউন্টি ক্রিকেট খেলবেন। নর্দাম্পটনশায়ারের হয়ে সই করেছেন তিনি। খেলবেন তিনটি ম্যাচ।

পঞ্জাবের এই বোলার নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেন। ৮৩টি ম্যাচে ২৮৪টি উইকেট রয়েছে। শুধু তাই নয়, দেশের হয়েও খেলেছেন তিনি। তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে ৫৪টি ম্যাচ খেলে ৫৮টি উইকেট রয়েছে। শেষ বার আইপিএল খেলেছেন ২০২১ সালে।

দলে যোগ দিয়ে কৌল বলেছেন, “নর্দাম্পটনশায়ারের যোগ দিতে পেরে খুব খুশি। আশা করি দলকে সাহায্য করব যাতে তারা পরবর্তী পর্যায়ে উঠতে পারে। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামব।”

কোচ জন স্যাডলারও খুশি কৌলের মতো একজন অভিজ্ঞ বোলারকে নিয়ে। তিনি বলেছেন, “ওর প্রচুর অভিজ্ঞতা। প্রথম শ্রেণিত ক্রিকেট দীর্ঘ দিন ধরে খেলছে। দলে প্রভাব ফেলার মতো ক্ষমতা ওর রয়েছে। ভারতে ঘরোয়া ক্রিকেট খেলার পর এ বার আমাদের হয়ে খেলবে।”

পরের পর্যায়ে উন্নীত হতে গেলে ১২ পয়েন্ট চাই নর্দাম্পটনশায়ারের। কাউন্টি ডিভিশন ২-তে বাকি তিনটি ম্যাচ। সবক’টিই নীচের দিকে থাকা দলের সঙ্গে। ফলে কৌলের কাছে কাজ তুলনামূলক সহজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2024 County Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE