আইপিএলেও চেনা ছন্দে নেই লোকেশ রাহুল। লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক রান পেলেও তাঁর আগ্রাসী ব্যাটিং দেখা যাচ্ছে না। প্রাক্তন ক্রিকেটারদের একাংশ রাহুলের সমালোচনাও করছেন। যদিও আথিয়া শেট্টি স্বামীর খেলা দেখে উচ্ছ্বসিত।
আইপিএলের সময় গ্যালারিতে প্রায় প্রতি দিনই দেখা যায় বলিউডের পরিচিত মুখদের। বিরাট কোহলি খেললে দর্শকাসনে থাকেন অনুষ্কা শর্মা। পঞ্জাব কিংসের খেলা থাকলে থাকেন প্রীতি জিন্টা। কলকাতা নাইট রাইডার্সের খেলা থাকলে দেখা যায় শাহরুখ খান বা জুহি চাওলাকে। তেমনই লখনউয়ের ম্যাচে গ্যালারিতে থাকেন আথিয়া। রাহুলের স্ত্রী বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে। রাহুলের ব্যাটিং নিয়ে সমালোচনা শুরু হলেও আথিয়া কিন্তু খুশি।
বুধবার জয়পুরে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল লখনউ। ওপেন করতে নেমে রাহুল করেন ৩২ বলে ৩৯ রান। তাঁর ব্যাট থেকে আসে ৪টি চার এবং ১টি ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটের নিরিখে লখনউ অধিনায়কের ইনিংস কিছুটা হলেও বেমানান। যুজবেন্দ্র চহালের বলে মারা তাঁর বিশাল ছক্কাটি দেখে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন আথিয়া। শিশুর মতো আনন্দে হাততালি দিতে দেখা যায় তাঁকে। আথিয়ার আনন্দের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
𝐑𝐚𝐡𝐮𝐥 𝐠𝐨𝐞𝐬 𝐛𝐢𝐠 - 𝐯𝐞𝐫𝐲 𝐯𝐞𝐫𝐲 𝐛𝐢𝐠! 💥
— JioCinema (@JioCinema) April 19, 2023
Continue streaming #RRvLSG, LIVE & FREE on #JioCinema only!#IPLonJioCinema #TATAIPL | @klrahul pic.twitter.com/CdghB6fza6
আরও পড়ুন:
রাহুলের ১০৩ মিটার লম্বা ছয় দেখে উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করতে পারেননি আথিয়া। যদিও ওপেন করতে নামা রাহুল ৬ ওভার পাওয়ার প্লে পেয়েও একটির বেশি ছয় মারতে পারেননি। তাও আথিয়ার উচ্ছ্বাস দেখে ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে বলেছেন, ছক্কাটা আথিয়াকে কতটা স্বস্তি দিয়েছে, তা বোঝা গিয়েছে তাঁর উচ্ছ্বাস দেখে। রাহুলের ছন্দে না থাকাতেই ওই শট দেখে তাঁর স্ত্রী এতটা উচ্ছ্বসিত হয়েছিলেন বলে মনে করছেন অনেকে।