রাজস্থান রয়্যাসের প্রধান কোচ হলেন প্যাডি আপটন। নিজস্ব চিত্র।
ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের দল রাজস্থান রয়্যালের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন প্যাডি আপটন। ২০১৯ সালের আইপিএলের জন্য নিযুক্ত করা হয়েছে তাঁকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে কোচ হিসাবে আপটনের নাম রবিবার ঘোষণা করেছেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজস্থানকে কোচিং করিয়েছিলেন তিনি।
রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘২০১৩ সালে পয়েন্ট তালিকায় একেবারে নীচ থেকে দলকে উপরে নিয়ে গিয়েছিলেন প্যাডি। তাঁর কোচিংয়েই সে বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছিল দল।’’
আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ ও পাকিস্তান সুপার লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে প্যাডির ঝুলিতে। ২০১৬ সালে সিডনি থান্ডার্সকে বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন তিনি।
২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। সে সময় ভারতের কোচ গ্যারি কার্স্টেনের সহকারী হিসাবে কাজ করেছিলেন তিনি।
আরও পড়ুন: শিখরের মেয়ের থেকে নাচ শিখলেন রোহিত, দেখুন ভিডিয়ো
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy