সব কিছু ঠিকঠাক চললে মঙ্গলবার নির্ধারিত হতে পারে গুরুনাথ মইয়াপ্পন, রাজ কুন্দ্রাদের ভাগ্য। সে দিনই আইপিএল স্পট-ফিক্সিং তদন্তের জন্য সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করতে চলেছে।
কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আর এম লোঢা নিজেই এ দিন জানিয়েছেন এই খবর। এই মামলার প্রধান আবেদনকারী বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মাও এ দিন বললেন, ‘‘কমিশন মঙ্গলবার দুপুরে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কর্তা যথাক্রমে মইয়াপ্পন ও কুন্দ্রার শাস্তি ঘোষণা করবে নয়াদিল্লিতে। আমাকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে।’’ দুই অভিযুক্ত কর্তার শাস্তি ঘোষণার পর তাঁদের ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।
মইয়াপ্পন ও কুন্দ্রার বিরুদ্ধে ২০১৩ আইপিএলে বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্টে। তবে তাঁদের শাস্তি ঘোষণা না করে গত ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতি লোঢা, অশোক ভান ও আর রবীন্দ্রনকে তাঁদের শাস্তির মাত্রা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়। বর্তমান আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের জামাই মইয়াপ্পন ও শিল্পা শেঠির স্বামী কুন্দ্রাকে গত মার্চে শো কজ নোটিসও পাঠায় কমিশন। গত মাসে কমিশন কলকাতায় এসে বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ সিএবি কর্তা ও বাংলার প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে কথা বলে যায়। আদিত্য বর্মাকেও সে দিন ডেকে পাঠানো হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy