আইপিএল-এ যুক্ত হল নতুন সংস্থা। ছবি: টুইটার থেকে
ভারতীয় বোর্ডের তরফে মঙ্গলবার ঘোষণা করা হল আইপিএল-এর অন্যতম স্পনসর হতে চলেছে আপস্টক্স। মিউচুয়াল ফান্ড, স্টক, ডিজিটাল সোনা কেনা বেচা করার একটি মাধ্যম এই সংস্থা।
বোর্ডের তরফে বলা হয়ে, “ভারতের অন্যতম সেরা ডিজিটাল ব্রোকারেজ সংস্থার সঙ্গে হাত মেলালো আইপিএল। ৯ এপ্রিল থেকে শুরু হতে চলা এই প্রতিযোগিতার সঙ্গে বেশ কয়েক বছরের জন্য চুক্তি করা হল।” আইপিএল-এর সভাপতি ব্রিজেশ পটেল বলেন, “আইপিএল ২০২১-এর অন্যতম স্পনসর হিসেবে আপস্টক্সের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। তরুণ প্রজন্মের ওপর আপস্টক্সের প্রভাব পড়বে বলেই আমরা মনে করি।”
আপস্টক্সের তরফে তাদের সহ-প্রতিষ্ঠাতা রবি কুমার বলেন, “আইপিএল ২০২১-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা রোমাঞ্চিত। ভারতে ক্রিকেট শুধু মাত্র একটা খেলা নয়, মানুষের সামাজিক জীবনের সঙ্গেও যুক্ত হয়ে গিয়েছে এটা। আইপিএল ভারতীয় ক্রিকেটকে একটা নতুন দিশা দিয়েছে, আপস্টক্সও ভারতের অর্থনীতির দুনিয়ায় এক নতুন দিশা। ২ সংস্থার মধ্যে এই মিলটাই যেন এক সঙ্গে আসতে সাহায্য করেছে একে ওপরকে।”
NEWS: BCCI announces Upstox as Official Partner for IPL#VIVOIPL @Vivo_India @upstox
— IndianPremierLeague (@IPL) March 16, 2021
More details 👉 https://t.co/dGuoUxz8xZ pic.twitter.com/BkAKDymL2Y
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy