Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
World Blitz Championship

১ মিনিট পরে এসে ৩ মিনিটে জয়ী কার্লসেন! ম্যাচ শেষে বললেন, ‘একজোড়া জিন‌্স কিনতে গিয়েছিলাম’

বেশ কিছু দিন ধরে বিতর্ক এবং কার্লসেন যেন সমার্থক হয়ে গিয়েছে। বিশ্ব ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে যেতেও দেরি করলেন। খেলতে যাওয়ার পথে জিন্‌স কিনতে যান তিনি।

Picture of Magnus Carlsen

ম্যাগনাস কার্লসেন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
Share: Save:

দেরি করে খেলতে যাওয়া যেন অভ্যাস করে ফেলেছেন ম্যাগনাস কার্লসেন। গত দাবা অলিম্পিয়াডের সময় থেকে বেশ কয়েকবার নির্দিষ্ট সময়ের মধ্যে টেবলে পৌঁছতে পারেননি প্রাক্তন বিশ্বজয়ী দাবাড়ু। বিশ্ব ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতেও ১ মিনিট দেরিতে পৌঁছলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার। ৩ মিনিটের মধ্যে খেলাও শেষ করে দিলেন।

রাস্তায় যানজট বা আয়োজকদের কোনও সমস্যার জন্য দেরি হয়নি কার্লসেনের। নিজেই দেরি করেন। ম্যাচের আগে কার্লসেন গিয়েছিলেন দু’টি জিন্‌সের প্যান্ট কিনতে। প্রতিযোগিতায় খেলার জন্যই নতুন জিন্‌স কিনতে গিয়েছিলেন। প্রথম রাউন্ডে তাঁর খেলা ছিল জার্মানির গ্র্যান্ডমাস্টার মাইকেল বেজ়োল্ডের সঙ্গে। তিনি কার্লসেনের জন্য অপেক্ষা করেননি। সাদা ঘুঁটির সুবিধা কাজে লাগিয়ে চাল দিয়ে ঘড়ি চালু করে দেন নির্দিষ্ট সময়। তার ১ মিনিট পর বোর্ডের সামনে গিয়ে কার্লসেন নিজের কালো ঘুঁটি সাজানোর জন্য আরও ১ মিনিট খরচ করেন। তার পর ৪৯ সেকেন্ডের মধ্যে প্রথম রাউন্ডের ম্যাচও জিতে নেন। অর্থাৎ, ১ মিনিট দেরিতে এসেও ৩ মিনিটের মধ্যে জয় ছিনিয়ে নেন জার্মান গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে।

কয়েক দিন আগেই প্রতিযোগিতার নিয়ম না মেনে জিন্‌স পরে খেলতে গিয়ে বিতর্কে জড়ান কার্লসেন। বিশ্ব দাবা সংস্থা (ফিডে) তাঁকে জরিমানা করে। প্রতিবাদে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কার্লসেন। সেই বিতর্কে ফিডে জানিয়েছিল, “বিশ্ব র‍্যাপিড এবং ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপের কিছু নিয়ম আছে। পোশাক নিয়েও আছে। সেটা সব খেলোয়াড়দের জন্যই সমান। ম্যাগনাস কার্লসেন জিন্‌স পরে সেই নিয়ম ভেঙেছেন। আরবিটার সেই অনিয়মের কথা জানিয়ে কার্লসেনকে জরিমানা করেছেন। তাঁকে পোশাক পরিবর্তন করে আসার কথাও বলা হয়। কিন্তু কার্লসেন তা করেননি। সেই কারণে নবম রাউন্ডে তাঁকে কারও সঙ্গে খেলতে দেওয়া হয়নি। নিয়ম সব খেলোয়াড়দের জন্যই সমান।”

ক্ষুব্ধ কার্লসেন বলেছিলেন, “ফিডের এই সব নিয়মে আমি ক্লান্ত। আর এই সব চাই না। ওদের কিছু করতে হবে না। সমর্থকদের জন্য আমি দুঃখিত। আমি বলেছিলাম পরের দিন পোশাক পাল্টে আসব। কিন্তু ওরা বলে এখনই পরিবর্তন করতে হবে। এটা আমার সম্মানে লাগে।” একই সঙ্গে ব্লিৎজ় না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পরে সুর নরম করে ফিডে। জানানো হয়, প্রতিযোগিতায় জিন্‌স পরতে বাধা নেই প্রতিযোগীদের। তবে রং মিলিয়ে পরতে হবে জিন্‌স। তবেই খেলার অনুমতি দেওয়া হবে। তার পর ব্লি‌ৎজ়ে খেলার সিদ্ধান্ত নেন কার্লসেন। ফিডে নিয়ম বদল করায় জিন্‌স পরেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ খেলতে আসার পথে গিয়েছিলেন জিন্‌স কিনতে।

অন্য বিষয়গুলি:

Magnus Carlsen chess Grand Master Norway Jeans
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy