উইকেট নেওয়ার পর জাডেজার উচ্ছ্বাস। ছবি আইপিএল
অস্ট্রেলিয়া সফরে চোট পেয়ে দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে ছিলেন। খেলেননি ইংল্যান্ড সিরিজেও। তবে আইপিএল-এ ফিরে আগের থেকে অনেকটাই আত্মবিশ্বাসী রবীন্দ্র জাডেজা। রবিবার বিরাট কোহলীর আরসিবি-কে কার্যত একার হাতেই হারিয়ে দিলেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই পারদর্শিতা দেখিয়েছেন তিনি। তবু জাডেজার মনে হচ্ছে দিনটা তাঁর ভাল যায়নি।
ম্যাচের পর সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন যে, রবিবারের দিনটা তাঁর ভাল গিয়েছে কিনা। জাডেজার উত্তর, “আমার তা মনে হয় না।” কেন জিজ্ঞাসা করায় জাডেজার উত্তর, “আজ আমি কোনও ক্যাচ নিইনি।”
তবে নিজের খেলা নিয়ে অকপট জাডেজা। ছন্দে ফেরার প্রসঙ্গে বললেন, “নিজের ফিটনেস, দক্ষতা সবকিছু নিয়ে কঠোর পরিশ্রম করছি। আজ সেটা কাজে লাগল দেখে ভাল লাগছে। অলরাউন্ডার হওয়ার একটা অন্য দিকও রয়েছে। সব বিভাগেই ভাল খেলতে হয়। তবে অনুশীলনে কিন্তু প্রতিদিন তিনটে বিভাগ নিয়েই কাজ করি না। কোনওদিন নিজের দক্ষতা নিয়ে কাজ করি, কোনওদিন নিজের ফিটনেস নিয়ে। আবার কোনওদিন শুধুই অনুশীলন করে যাই।”
He is here. He is there. @imjadeja is everywhere.
— IndianPremierLeague (@IPL) April 25, 2021
A direct hit and Christian is run out
Bowls a beauty that crashes into ABD's middle stump.
Jadeja has 3 wickets from 3 overs!https://t.co/wpoquMXdsr #CSKvRCB #VIVOIPL pic.twitter.com/Y10kHEqb7m
হর্ষল পটেলের শেষ ওভারে ৩৭ রান নিয়েছেন তিনি। কী ভাবে সম্ভব হল এটা? জাডেজা বললেন, “আমি শুধু বড় শট খেলতে চেয়েছিলাম। মাহি ভাই আগেই বলেছিল ও অফের দিকে বোলিং করবে। সেটাই মেনে চলেছি এবং আমি ভাগ্যবান যে সেটা কাজে লেগেছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy