কোহলীর সঙ্গে উল্লাস চহালের। ছবি আইপিএল
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে হয়তো জায়গা পাননি, কিন্তু আইপিএল-এ ফের বল হাতে জাদু দেখাতে শুরু করেছেন যুজবেন্দ্র চহাল। রবিবার হর্ষল পটেলের হ্যাটট্রিকের পাশাপাশি তাঁর তিনটি গুরুত্বপূর্ণ উইকেট জিততে সাহায্য করেছে আরসিবি-কে। মুম্বইয়ের মারমুখী ওপেনার কুইন্টন ডি’কককে আউট করে বিপক্ষকে বিপদে ফেলেন তিনি।
ম্যাচের পর চহাল জানিয়েছেন, ডি’কককে আউট করার ব্যাপারে কিছুটা হলেও আত্মবিশ্বাসী ছিলেন তিনি। বলেছেন, “পাওয়ার প্লে শেষ হওয়ার পর মুম্বই বিনা উইকেটে ৫৬ তুলে ফেলেছিল। তাই আমি জানতাম মাঝের ওভারগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ঠিক করে নিয়েছিলাম উইকেট যদি না-ও পাই, রান তোলার গতি যে করেই হোক আটকাতে হবে। সেটাই করায় ওদের উপর চাপ পড়ে গিয়েছিল।”
This is the first hat-trick of my life - Harshal Patel@yuzi_chahal takes up mic duties as he interviews #RCB's hat-trick hero @HarshalPatel23 who takes us through that incredible over - by @NishadPaiVaidya
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
VIDEO 👉https://t.co/TFRn07Ghmy #VIVOIPL pic.twitter.com/yvPETVNT8r
আইপিএল-এর পোস্ট করা ভিডিয়োয় হর্ষলের সঙ্গে কথা বলছিলেন চহাল। সেখানেই তিনি বলেছেন, “এর আগে ডি’কককে চার-পাঁচ বার আউট করেছি। তাই জানতাম যে বুদ্ধি কাজে লাগালে ওকে ফেরানো সম্ভব।”
নিজের কোন জায়গায় উন্নতি হয়েছে সে প্রশ্নে চহাল বলেছেন, “টপ স্পিন আরও ক্ষুরধার করে তুলেছি। কোনও ব্যাটসম্যান আমার উপর চড়াও হলে তাকে স্টাম্পের কিছুটা বাইরে বল করা শুরু করি। কিন্তু শুরুতে ওই পরিকল্পনা নিলে ব্যাটসম্যান পাল্টা আমাকে আক্রমণ করতে পারে। তাই বুদ্ধি করে বোলিং করতে হয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy