শুভমনরা ক্রিকেটকে ঠিক দিকে নিয়ে যাবেন বলেই মনে করেন মর্গ্যান।
তিনি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক। তবে অইন মর্গ্যান সব সময় গুরুত্ব দেন টেস্ট ক্রিকেটকে। ক্রিকেটের স্বাস্থ্য ঠিক রাখতে টেস্ট ক্রিকেটে তরুণদের আগ্রহ দরকার। শুভমন গিল, স্যাম কারেনদের মধ্যে সেটাই দেখতে পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।
৯ তারিখ থেকে শুরু আইপিএল। মর্গ্যান বলেন, “ক্রিকেট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা বোঝা যায় তরুণদের দেখে। আমাদের স্যাম, ভারতের শুভমন টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু করেছে। এটাই প্রয়োজন।” ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতেছেন মর্গ্যান। তাঁর নেতৃত্বেই টি২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। কেকেআর দলেরও বড় ভরসা তিনি। সাদা বলের এমন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নজর টেস্ট ক্রিকেটে।
মর্গ্যান বলেন, “একটা বয়স অবধি সব ধরনের ক্রিকেট খেলা উচিত। আমি সব সময় টেস্ট ক্রিকেট খেলতে চাইতাম। সাদা বলে ভাল খেলি, কিন্তু তাই বলে টেস্ট ক্রিকেটে খেলব না এমনটা চাইনি কোনও দিন।” কেকেআর অধিনায়ক বলেন, “টি২০ হচ্ছে ঝকঝকে জিনিস। ছোটদের আকর্ষণ করে সেটা। একদিনের ক্রিকেটের আলাদা ধরন আছে। ক্রিকেটের সব কিছু একদিনে ঘটতে পারে। টেস্ট ক্রিকেট হল আধিপত্যের, খ্যাতির, আভিজাত্যের।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy