পূজারা সমব্যথী বিহারীকে নিয়ে। ছবি টুইটার
দীর্ঘ সাত বছর পর আইপিএলে ফিরেছেন চেতেশ্বর পূজারা। অপেক্ষার অবসান হওয়ায় তিনি খুশি। পাশাপাশি সমব্যথী জাতীয় দলের সতীর্থ হনুমা বিহারীকে নিয়েও। পূজারার মতে, আইপিএলে সুযোগ পাওয়া উচিত ছিল বিহারির।
প্রথমে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস এবং পরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছেন বিহারী। কিন্তু ২০১৯-এ হায়দরাবাদ তাঁকে ছেড়ে দেওয়ার পর আর দল পাননি তিনি। গত দু’বছর তাই আইপিএলে খেলাও হয়নি।
পূজারা বলেছেন, “ভারতীয় দলের হয়ে আমার খেলা যে ভাবে স্বীকৃতি পেয়েছে তাতে আমি খুশি। শুনেছিলাম আমাকে নেওয়ার সময় নিলামে অংশ নেওয়া সমস্ত দল হাততালি দিয়ে উঠেছিল। আমার মনে হয় ভারতীয় দলের হয়ে কিছু করলে মানুষ সেটা ভালবাসে। ওরা জানে দলে আমার অবদান কী। শুধু দলগুলি নয়, সমস্ত সতীর্থরাও খুশি হয়েছিল খবরটা শুনে। ভারতীয় দলে একমাত্র আমিই গত কয়েক বছরে আইপিএল খেলিনি।”
এর পরেই পূজারার কথা এসেছেন বিহারী। পূজারা বলেছেন, “এখন জাতীয় দলে একমাত্র বিহারী আইপিএল খেলেনি। এর আগে আইপিএলের অংশ ছিল। আমার মনে হয় ওকেও আইপিএলে নেওয়া উচিত।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy