পাড়িক্কলের করোনা। ফাইল ছবি
যত দিন যাচ্ছে, আইপিএলের উপর করোনার থাবা বেড়েই চলেছে। অক্ষর পটেল এবং চেন্নাই সুপার কিংসের এক সদস্যের পর এ বার করোনায় আক্রান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদত্ত পাড়িক্কল। রবিবার আরসিবি-র তরফে এ খবর জানানো হয়েছে। আপাতত গোটা দলের থেকে আলাদা হয়ে নিভৃতবাসে রয়েছেন পাড়িক্কল।
কর্নাটকের এই ব্যাটসম্যানের চোট বিরাট কোহলীর দলের কাছে বিরাট ধাক্কা। গত বার ভাল ছন্দে ছিলেন পাড়িক্কল। ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছিলেন। ওপেন করতে নেমে মাথা ঠান্ডা রেখে তাঁর ইনিংস নজর কেড়ে নিয়েছিল কোহলীর। ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।
কোভিড হওয়ার ফলে অন্তত দুটি ম্যাচ খেলতে পারবেন না পাড়িক্কল। আইপিএলের প্রথম দিনেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে আরসিবি। পাড়িক্কল না থাকায় কাকে দিয়ে ওপেন করাবেন, সেই নিয়ে চিন্তা বাড়ল কোহলীর।
চলতি বছর দুটি ঘরোয়া প্রতিযোগিতাতেই ভাল খেলেছেন পাড়িক্কল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬ ম্যাচে ২১৮ রান করেছেন। বিজয় হজারে ট্রফিতে ৭ ম্যাচে ৭৩৭ রান করেন। গড় ছিল ১৪৭.৪০।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy