পয়েন্টের দিক থেকে দু’দলই এক জায়গায় দাঁড়িয়ে। কার্তিকদের মতো কোহালিরাও ৬ ম্যাচ খেলে চারটে জিতেছে। দু’দলেরই পয়েন্ট ৮। নেট রান রেটে এগিয়ে থাকায় অবশ্য ব্যাঙ্গালোরের থেকে এক ধাপ উপরে রয়েছে কলকাতা। প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে শারজায় আজ মুখোমুখি হচ্ছে দু’দল। পর পর প্রায় দু’টি হারা ম্যাচ জিতে দারুণ ছন্দে নাইটরা। ভরসা দিচ্ছে অধিনায়কের ফর্মও। তবে দলকে চিন্তায় রেখেছে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চোট। তিনি আজ দলে থাকবেন? কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ?