আইপিএলে এমন মুহূর্ত এ বার দেখা যাবে না। ছবি টুইটার থেকে নেওয়া।
এ বারের আইপিএল অন্যান্য বারের চেয়ে একেবারেই আলাদা। করোনা অতিমারি ও লকডাউনের জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর বসেছে সুদুর সংযুক্ত আরব আমিরশাহিতে।
অন্য বারের মতো এ বার ক্রিকেটারদের পরিজনদের গ্যালারিতে উপস্থিত থেকে খেলা উপভোগের সুযোগ নেই। কারণ, তা করলে গেলে ক্রিকেটারের সঙ্গে তাঁর পরিবারকেও দু’মাসের মতো থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। বিরাট কোহালির স্ত্রী অনুষ্কা ও রোহিত শর্মার স্ত্রী রীতিকা ছাড়া অধিকাংশ ক্রিকেটারেরই পরিবার তাই রয়েছেন দেশে।
সাক্ষীও মেয়ে জিভাকে নিয়ে টিভিতেই উপভোগ করছেন আইপিএল। মাঠে গিয়ে গলা ফাটানোর সেই উন্মাদনা স্পর্শ করছে না স্বাভাবিক ভাবেই। তবে তা নয়, সাক্ষ্মী আসলে মিস করছেন মহেন্দ্র সিংহ ধোনিকে। তিনি বলেছেন, “স্টেডিয়ামে থেকে আইপিএলের ম্যাচ দেখা হচ্ছে না এ বার। তবে তা মিস করছি না। কারণ, টিভিতে মন দিয়ে খেলা দেখছি। আসলে মিস করছি আমার স্বামীকে। অবশ্য, দু’মাসেরও বেশি জৈব সুরক্ষা বলয়ে থাকা জিভা ও আমার পক্ষে মুশকিলের হয়ে পড়ত।”
আরও পড়ুন: মুকুটে নতুন পালক, আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন ধোনি
আরও পড়ুন: অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেব! ময়াঙ্ককে চ্যালেঞ্জ রাহুলের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy