Advertisement
০৬ নভেম্বর ২০২৪
IPL 2019

মাহির চেন্নাইকে টেক্কা দিতে কোন ১১ জনকে খেলাবে মেন্টর দাদার দিল্লি ক্যাপিটালস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। তার মধ্যে মেন্টর দাদা। আজ ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি চেন্নাই সুপার কিংসের। মহেন্দ্র সিংহ ধোনির দলকে হারাতে কাকে নামাতে পারে সৌরভের দল?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৮:২৫
Share: Save:
০১ ১২
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। তার মধ্যে মেন্টর দাদা। আজ ফিরোজ শাহ কোটলায় তারা মুখোমুখি চেন্নাই সুপার কিংসের। মহেন্দ্র সিংহ ধোনির দলকে হারাতে কাকে নামাতে পারে সৌরভের দল?

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। তার মধ্যে মেন্টর দাদা। আজ ফিরোজ শাহ কোটলায় তারা মুখোমুখি চেন্নাই সুপার কিংসের। মহেন্দ্র সিংহ ধোনির দলকে হারাতে কাকে নামাতে পারে সৌরভের দল?

০২ ১২
তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ শেষ মুহূর্তে বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় ঢুকে পড়তে পারেন। গত ম্যাচে মাত্র ৭ রান করায় আজ মাঠে নামলে ভাল পারফরম্যান্সের আপ্রাণ চেষ্টা করবেন। রবিবারের ম্যাচের পর সচিনের পরামর্শ নিয়েছেন তিনি।

তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ শেষ মুহূর্তে বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় ঢুকে পড়তে পারেন। গত ম্যাচে মাত্র ৭ রান করায় আজ মাঠে নামলে ভাল পারফরম্যান্সের আপ্রাণ চেষ্টা করবেন। রবিবারের ম্যাচের পর সচিনের পরামর্শ নিয়েছেন তিনি।

০৩ ১২
শিখর ধওয়ন রবিবারের ম্যাচ শুরু করেছেন ৪৩ রান দিয়ে। স্ট্রাইক রেট বাড়াতে মরিয়া ধওয়ন বড় ইনিংস গড়ার লক্ষ্যে পৃথ্বীর সঙ্গে ওপেন করবেন বলেই মনে হয়।

শিখর ধওয়ন রবিবারের ম্যাচ শুরু করেছেন ৪৩ রান দিয়ে। স্ট্রাইক রেট বাড়াতে মরিয়া ধওয়ন বড় ইনিংস গড়ার লক্ষ্যে পৃথ্বীর সঙ্গে ওপেন করবেন বলেই মনে হয়।

০৪ ১২
মুম্বইয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়ার মাত্র ১৬ রান করেছেন গত ম্যাচে। তবে তিন নম্বরে নামলে চেন্নাইকে বেগ দিতে আপ্রাণ চেষ্টা করবেন এই স্কিপার।

মুম্বইয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়ার মাত্র ১৬ রান করেছেন গত ম্যাচে। তবে তিন নম্বরে নামলে চেন্নাইকে বেগ দিতে আপ্রাণ চেষ্টা করবেন এই স্কিপার।

০৫ ১২
দক্ষিণ আফ্রিকার তারকা পারফরমার কলিন ইনগ্রাম নামার কথা চার নম্বরে। মাত্র ৩২ বলে ৪৭ রান করেছেন গত ম্যাচে।

দক্ষিণ আফ্রিকার তারকা পারফরমার কলিন ইনগ্রাম নামার কথা চার নম্বরে। মাত্র ৩২ বলে ৪৭ রান করেছেন গত ম্যাচে।

০৬ ১২
ওয়াংখেড়েতে ঋষভ ১৮ বলে ৫০ রান করে ভেঙে দেন ২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই ধোনির ২০ বলে হাফসেঞ্চুরির রেকর্ড। তাই মাহির দলের বিরুদ্ধে পাঁচে ঋষভ ছাড়া আর কাউকে নামানোর কথা নয়।

ওয়াংখেড়েতে ঋষভ ১৮ বলে ৫০ রান করে ভেঙে দেন ২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই ধোনির ২০ বলে হাফসেঞ্চুরির রেকর্ড। তাই মাহির দলের বিরুদ্ধে পাঁচে ঋষভ ছাড়া আর কাউকে নামানোর কথা নয়।

০৭ ১২
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কিমো পল নামতে পারেন ছয় নম্বরে। চেন্নাইয়ের বিরুদ্ধে ভাল খেলার আপ্রাণ চেষ্টা করবেন তিনি। গত ম্যাচে ব্যর্থ হওয়ার পর জানিয়েছিলেন এমনটাই।

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কিমো পল নামতে পারেন ছয় নম্বরে। চেন্নাইয়ের বিরুদ্ধে ভাল খেলার আপ্রাণ চেষ্টা করবেন তিনি। গত ম্যাচে ব্যর্থ হওয়ার পর জানিয়েছিলেন এমনটাই।

০৮ ১২
দলের অপর অলরাউন্ডার অক্ষর পটেল সাত নম্বরে নামতে পারেন। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে বাঁ হাতি বোলারকে আরও সতর্ক হয়ে খেলতে হবে।

দলের অপর অলরাউন্ডার অক্ষর পটেল সাত নম্বরে নামতে পারেন। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে বাঁ হাতি বোলারকে আরও সতর্ক হয়ে খেলতে হবে।

০৯ ১২
হরিয়ানার অলরাউন্ডার রাহুল তেওটিয়া নামতে পারেন আটে। এই স্পিনার গত ম্যাচে উইকেটও পেয়েছেন। ফিনিশার হিসাবেও মন্দ নয়।

হরিয়ানার অলরাউন্ডার রাহুল তেওটিয়া নামতে পারেন আটে। এই স্পিনার গত ম্যাচে উইকেটও পেয়েছেন। ফিনিশার হিসাবেও মন্দ নয়।

১০ ১২
২৩ রান দিয়ে ২ উইকেটে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকে না নিয়ে উপায় নেই দলের।

২৩ রান দিয়ে ২ উইকেটে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকে না নিয়ে উপায় নেই দলের।

১১ ১২
ট্রেন্ট বোল্ট নামতে পারেন দশ নম্বরে। ১০.৫০ ইকনমি রেটে ৪২ রান দিলেও ক্রুণাল পাণ্ড্যর গুরুত্বপূর্ণ উইকেটটি তিনিই দখল করেছেন গত ম্যাচে। তাই নিউজিল্যান্ডের ফাস্ট বোলার দলে থাকার কথা।

ট্রেন্ট বোল্ট নামতে পারেন দশ নম্বরে। ১০.৫০ ইকনমি রেটে ৪২ রান দিলেও ক্রুণাল পাণ্ড্যর গুরুত্বপূর্ণ উইকেটটি তিনিই দখল করেছেন গত ম্যাচে। তাই নিউজিল্যান্ডের ফাস্ট বোলার দলে থাকার কথা।

১২ ১২
রোহিত শর্মা ও কুইন্ডটন ডি ককের দুটি জরুরি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা গত ম্যাচে। ম্যাচের টার্নিং পয়েন্ট সেটাই ছিল। দিল্লি তাদের তারকা পারফরমারকে বাদ দিয়ে অন্য কোনও পেসারকে খেলাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রোহিত শর্মা ও কুইন্ডটন ডি ককের দুটি জরুরি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা গত ম্যাচে। ম্যাচের টার্নিং পয়েন্ট সেটাই ছিল। দিল্লি তাদের তারকা পারফরমারকে বাদ দিয়ে অন্য কোনও পেসারকে খেলাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE