আবির্ভাব: ভাল শুরু করেও রান দিয়ে ফেললেন প্রয়াস। ফাইল চিত্র
সুনীল গাওস্কর থেকে কেভিন পিটারসেন, সকলে আলোচনা করছিলেন তাঁকে নিয়ে। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে যাঁর অভিষেক হল বাংলার উদীয়মান লেগস্পিনার প্রয়াস রায়বর্মণ। ১৬ বছর ১৫৭ দিন বয়সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দেখা গেল তাঁকে। ২০১৮-তে আফগানিস্তানের মুজিব-উর-রহমান ১৭ বছর ১১ দিন বয়সে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন। সেটাই ছিল এত দিন সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএলে খেলার রেকর্ড।
শুরুটা কিন্তু দারুণ ভাবেই করেছিলেন প্রয়াস। সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার তখন ঝড় তুলেছেন। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই কনিষ্ঠতম সদস্যকে আক্রমণে নিয়ে এলেন কোহালি। সঙ্গে সঙ্গে ধারাভাষ্য দিতে গিয়ে গাওস্করের মন্তব্য, ‘‘একদম ঠিক কাজ করেছে অধিনায়ক কোহালি। পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ায় ফিল্ডিংটা এখন ছড়ানো যাবে।’’ প্রথম ওভারটা দারুণ বল করে মাত্র ছয় রান দিয়েছিলেন প্রয়াস। তা দেখে আরও উচ্ছ্বসিত হলেন গাওস্কর। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ব্যাটসম্যান পিটারসেন বার বার বলছিলেন, ‘‘মাত্র ষোলো বছর বয়স ছেলেটার! এমন একটা হাইভোল্টেজ ম্যাচে খেলছে। আমি তো ভাবতেই পারছি না।’’ আরসিবি কোচ গ্যারি কার্স্টেন বললেন, ‘‘শেষ মুহূর্তে আমরা ঠিক করি, ওকে খেলাব। প্রথম ম্যাচেই এমন ধুন্ধুমার ব্যাটিংয়ের সামনে পড়লে আর কী করা যাবে!’’
ওয়ার্নার ও বেয়ারস্টো অবশ্য এর পরে বাকিদের মতো প্রয়াসকেও মারতে শুরু করলেন। শুরুটা ভাল হলেও শেষটা ঠিক হল না তাঁর। চার ওভারে ৫৬ রান দিয়ে দিলেন নিলামে দেড় কোটি টাকা দাম ওঠা লেগস্পিনার। আইপিএলে খেলতে যাওয়ার আগে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছে প্রয়াস। কোচ অরুণ লাল রবিবার বললেন, ‘‘ভারতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে প্রয়াসের। একটি ম্যাচ দেখে ওকে বিচার করা হলে ভুল হবে। শুধু বোলিং নয়, ব্যাটিংও ভাল করে প্রয়াস। একটাই ভয়, ছোট ছেলে তো, ভেঙে না পড়লেই হল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy