Advertisement
০৬ নভেম্বর ২০২৪
IPL 2019

আইপিএলের যে সব রেকর্ডগুলো ভাঙা প্রায় অসম্ভব

বেজে উঠেছে আইপিএলের দামামা। প্রতি বছরের মতোই টি-২০তে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। কোন রেকর্ড হল, কে ভাঙলেন কার রেকর্ড তা নিয়েই চলছে রাস্তাঘাট, চায়ের দোকান, কফি শপের আলোচনায়। তবে এমন কিছু রেকর্ডও রয়েছে যা ভাঙা প্রায় অসম্ভব।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ১৫:৫৬
Share: Save:
০১ ০৯
বেজে উঠেছে আইপিএলের দামামা। প্রতি বছরের মতোই টি-২০তে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। কোন রেকর্ড হল, কে ভাঙলেন কার রেকর্ড তা নিয়েই তর্ক চলছে রাস্তাঘাট, চায়ের দোকান, কফি শপের আলোচনায়। তবে এমন কিছু রেকর্ডও রয়েছে যা ভাঙা প্রায় অসম্ভব।

বেজে উঠেছে আইপিএলের দামামা। প্রতি বছরের মতোই টি-২০তে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। কোন রেকর্ড হল, কে ভাঙলেন কার রেকর্ড তা নিয়েই তর্ক চলছে রাস্তাঘাট, চায়ের দোকান, কফি শপের আলোচনায়। তবে এমন কিছু রেকর্ডও রয়েছে যা ভাঙা প্রায় অসম্ভব।

০২ ০৯
এরকম একটি রেকর্ড রয়েছে আইপিএলের ইউনিভার্সাল বসের দখলে। তিনি মাঠে এলেই ছয় কিংবা চার। তিনি ক্রিস গেইল। মোট ছক্কা হাঁকানোর রেকর্ডটি তাঁর দখলেই আছে।

এরকম একটি রেকর্ড রয়েছে আইপিএলের ইউনিভার্সাল বসের দখলে। তিনি মাঠে এলেই ছয় কিংবা চার। তিনি ক্রিস গেইল। মোট ছক্কা হাঁকানোর রেকর্ডটি তাঁর দখলেই আছে।

০৩ ০৯
মহেন্দ্র সিংহ ধোনি (১৮৬) রোহিত শর্মা(১৮৪), সুরেশ রায়না(১৮৫), বিরাট কোহালিদের ব্যাটের দাপটকে ছাপিয়ে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড রয়েছে ক্রিস গেইলেরই দখলে। তিনি মোট ৯০৭টি ছক্কা মেরেছেন টি-২০ ফর্ম্যাটে। আইপিএল ২০১৮ সাল বাদ দিলে তিনি দিব্যি খেলছেন। এ রকম একজন হার্ড হিটারের রেকর্ডকে ছাপিয়ে যাওয়া বেশ মুশকিল। নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারেন গেইল, বিশেষজ্ঞরা বলছেন এমনটাই।

মহেন্দ্র সিংহ ধোনি (১৮৬) রোহিত শর্মা(১৮৪), সুরেশ রায়না(১৮৫), বিরাট কোহালিদের ব্যাটের দাপটকে ছাপিয়ে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড রয়েছে ক্রিস গেইলেরই দখলে। তিনি মোট ৯০৭টি ছক্কা মেরেছেন টি-২০ ফর্ম্যাটে। আইপিএল ২০১৮ সাল বাদ দিলে তিনি দিব্যি খেলছেন। এ রকম একজন হার্ড হিটারের রেকর্ডকে ছাপিয়ে যাওয়া বেশ মুশকিল। নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারেন গেইল, বিশেষজ্ঞরা বলছেন এমনটাই।

০৪ ০৯
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড কিন্তু ক্রিস গেইলেরই। চলতি বছরে কিংস ইলেভেন পঞ্জাব হয়ে মাঠে নেমেছেন তিনি। এক ইনিংসে সবচেয়ে বেশি ছ্ক্কা হাঁকানোর রেকর্ডও এই দলেরই হয়ে, তবে সেটা ছিল ২০১৩ সালে।

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড কিন্তু ক্রিস গেইলেরই। চলতি বছরে কিংস ইলেভেন পঞ্জাব হয়ে মাঠে নেমেছেন তিনি। এক ইনিংসে সবচেয়ে বেশি ছ্ক্কা হাঁকানোর রেকর্ডও এই দলেরই হয়ে, তবে সেটা ছিল ২০১৩ সালে।

০৫ ০৯
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে সেই ম্যাচে ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। ১৭টি ৬ মেরেছিলেন ওই ম্যাচে। এ বি ডেভিলিয়ার্সের এক ম্যাচে রয়েছে ১২টি ছয় মারার রেকর্ড। সেটি ছিল এক সময় রেকর্ড। প্রায় ছয় বছর হয়ে গেল গেইলের রেকর্ড এখনও পর্যন্ত ভাঙেনি। গেইল ভেঙেছিলেন ব্রেন্ডন ম্যাককালামের ১৩টি ছক্কা হাঁকানোর রেকর্ড।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে সেই ম্যাচে ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। ১৭টি ৬ মেরেছিলেন ওই ম্যাচে। এ বি ডেভিলিয়ার্সের এক ম্যাচে রয়েছে ১২টি ছয় মারার রেকর্ড। সেটি ছিল এক সময় রেকর্ড। প্রায় ছয় বছর হয়ে গেল গেইলের রেকর্ড এখনও পর্যন্ত ভাঙেনি। গেইল ভেঙেছিলেন ব্রেন্ডন ম্যাককালামের ১৩টি ছক্কা হাঁকানোর রেকর্ড।

০৬ ০৯
এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড কার জানেন? সেটিও কিন্তু গেইলেরই দখলে। আবারও ২০১৩ সাল। আবারও পুণে ওয়ারিয়র্স। তিনি করলেন মোট ১৭৫ রান, এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড আইপিএলে এটাই।

এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড কার জানেন? সেটিও কিন্তু গেইলেরই দখলে। আবারও ২০১৩ সাল। আবারও পুণে ওয়ারিয়র্স। তিনি করলেন মোট ১৭৫ রান, এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড আইপিএলে এটাই।

০৭ ০৯
ব্রেন্ডন ম্যাককালামের ১৫৮ রানের রেকর্ড ফের ভেঙে দেন গেইল। ঘরোয়া ক্রিকেটে টি২০ ফর্ম্যাটেও এটি সর্বোচ্চ ব্যক্তিগত রান। আইপিএল ব্যাটসম্যানবান্ধব পিচে খেলা হয়, বলা হয় এমনটাই। কিন্তু ছয় বছর হয়ে গেল এই রেকর্ড কেন। ১৫০ রানের উপরে উঠতেই পারেননি কেউ। ২০১৮ সালের জুলাইয়ে অ্যারন ফিঞ্চ আইপিএলে না হলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ ফর্ম্যাটে ১৭২ রান করেছিলেন।

ব্রেন্ডন ম্যাককালামের ১৫৮ রানের রেকর্ড ফের ভেঙে দেন গেইল। ঘরোয়া ক্রিকেটে টি২০ ফর্ম্যাটেও এটি সর্বোচ্চ ব্যক্তিগত রান। আইপিএল ব্যাটসম্যানবান্ধব পিচে খেলা হয়, বলা হয় এমনটাই। কিন্তু ছয় বছর হয়ে গেল এই রেকর্ড কেন। ১৫০ রানের উপরে উঠতেই পারেননি কেউ। ২০১৮ সালের জুলাইয়ে অ্যারন ফিঞ্চ আইপিএলে না হলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ ফর্ম্যাটে ১৭২ রান করেছিলেন।

০৮ ০৯
সবচেয়ে বেশি রান। সবচেয়ে বেশি ছক্কা, এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা সবই তো হল, কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি শতক পেরনো? ৩০ বলে শতরানের রেকর্ডটিও রয়েছে ক্রিস গেইলেরই দখলে।

সবচেয়ে বেশি রান। সবচেয়ে বেশি ছক্কা, এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা সবই তো হল, কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি শতক পেরনো? ৩০ বলে শতরানের রেকর্ডটিও রয়েছে ক্রিস গেইলেরই দখলে।

০৯ ০৯
এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৭ বলে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ইউসুফ পাঠানের। সেটা ছিল ২০১০ সাল, বিপক্ষে ছিল মুম্বই ইন্ডিয়ানস। এ ছাড়াও ২০১৩ সালের আইপিএলে ৩৮ বলে শতরান পূর্ণ করেন ডেভিড মিলার। তিনি তখন খেলতেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। তবে এখনও পর্যন্ত গেইলের এই রেকর্ডও কেউ ভাঙতে পারেননি। গেইল চলতি বছরেও আইপিএলে খেলছেন, নিজের রেকর্ড নিজে ভাঙতে পারেন কি না তিনি, সেটাই দেখার।

এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৭ বলে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ইউসুফ পাঠানের। সেটা ছিল ২০১০ সাল, বিপক্ষে ছিল মুম্বই ইন্ডিয়ানস। এ ছাড়াও ২০১৩ সালের আইপিএলে ৩৮ বলে শতরান পূর্ণ করেন ডেভিড মিলার। তিনি তখন খেলতেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। তবে এখনও পর্যন্ত গেইলের এই রেকর্ডও কেউ ভাঙতে পারেননি। গেইল চলতি বছরেও আইপিএলে খেলছেন, নিজের রেকর্ড নিজে ভাঙতে পারেন কি না তিনি, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE