দল নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চালিয়েছে কিংস ইলেভন পঞ্জাব। কিন্তু তার পরও তাঁদের সবচেয়ে অভিজ্ঞ বিদেশি খেলোয়াড় মোজেস হেনরিকস রয়ে গিয়েছেন মাঠের বাইরে। পঞ্জাবের হয়ে ডেবিউ ম্যাচ খেলার আগে তিনি চোট পেলেও তা সেরে গিয়েছে। তবু শিকে ছেঁড়েনি। বরং এই মুহূর্তে রাজস্থানের মিডল অর্ডারকে আরও মজবুত করতে বেন স্টোকসের জায়গায় তাঁকে খেলানো যেতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্সের এভিন লুইসের কথাই ভাবুন।ডি’কক ভাল খেলে দিচ্ছেন বলে সে ভাবে সুযোগই মিলেছে না। অথচ গত মরসুমেও ৩৮২ রান করে নিজের জাত চিনিয়েছিলেন লুইস। ও দিকে ধোনির দুর্ধর্ষ ফিনিশ বা দারুণ বোলিং লাইন আপের কাঁধে ভর দিয়ে ম্যাচ জিতছে চেন্নাই। সুযোগ পেলে তাঁর আগ্রাসী ব্যাটিং চেন্নাইয়ে অনেকটাই সুবিধায় রাখতে পারত। বিশেষ করে ওপেনার ওয়াটসন যখন একেবারে ব্যর্থ।
ঈশ সোধি রাজস্থান রয়্যালসের দলে থাকলেও একেবারেই ব্যবহৃত নয়। দলে শ্রেয়াস গোপাল ছাড়া আর কোনও বোলারই তেমন মারাত্মক সফল না হলেও এখনও কেন সোধিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে তা নিয়ে ক্রিকেট অনুরাগীরা বারবার প্রশ্ন তুলছেন। অথচ ইকনমি রেট থেকে শুরু করে উইকেট নেওয়ার ক্ষমতায় এই সময় মুম্বই ইন্ডিয়ান্সের দলে তাঁকে বড় প্রয়োজন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবু পরিকল্পনায় গলদ এবং প্রাথমিক অফ ফর্মের কারণে ওয়াশিংটনকে সে ভাবে সুযোগ দেওয়াই হচ্ছে না।অথচ পাওয়ার প্লে-তে মহম্মদ নবির বোলিংয়ের উপর ভর করে ম্যাচ টেনে বার করার যে চেষ্টা সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে, সেই কাজকে নবির পাশে দাঁড়িয়ে আরও সহজ করতে পারতেন ওয়াশিংটন সুন্দর।
বাংলাদেশের বিশ্বকাপ ট্রেনিং ক্যাম্পে না গিয়ে সানরাইজার্সে থেকে যাওয়ার সিদ্ধন্ত নিয়েছেন সাকিব আল হাসান। তবু দলে তাঁকে সে ভাবে আর নেওয়া হচ্ছে কই? নবির মারাত্মক বোলিং সাকিবের সুযোগের সামনে বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু দিল্লির মিডল অর্ডারকে আর একটু পোক্ত করতে সাকিবের মতো অলরাউন্ডার তাঁদের এই মুহূর্তে বড় প্রয়োজন ছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy