Advertisement
০৫ নভেম্বর ২০২৪
KKR

সুযোগ না পাওয়া এই ক্রিকেটাররা দল পাল্টাতে পারলে বদলে যেত আইপিএলের সব হিসাব

আইপিএলের এই ওঠাপড়ায় কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ‘রিজার্ভ বেঞ্চ’। বিপুল অর্থ দিয়ে কেনা হলেও প্রথম একাদশে রাখাই হচ্ছে না এঁদের। তবু এঁরাই বদলে দিতে পারেন আইপিএল ভবিষ্যৎ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৩:১৫
Share: Save:
০১ ১০
আইপিএলে শেষ চারে ওঠার লড়াই চলছে পুরোদমে। এক এক ম্যাচের হিসেবনিকেষে পাল্টে যাচ্ছে পয়েন্ট বোর্ড। কেউ বা শেষ বলে পেয়ে যাচ্ছে অপ্রত্যাশিত জয়, কেউ বা স্ট্র্যাটেজির অভাবে ম্যাচ হারছে। আইপিএলের এই ওঠাপড়ায় কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ‘রিজার্ভ বেঞ্চ’। (গ্রাফিক: তিয়াসা দাস)

আইপিএলে শেষ চারে ওঠার লড়াই চলছে পুরোদমে। এক এক ম্যাচের হিসেবনিকেষে পাল্টে যাচ্ছে পয়েন্ট বোর্ড। কেউ বা শেষ বলে পেয়ে যাচ্ছে অপ্রত্যাশিত জয়, কেউ বা স্ট্র্যাটেজির অভাবে ম্যাচ হারছে। আইপিএলের এই ওঠাপড়ায় কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ‘রিজার্ভ বেঞ্চ’। (গ্রাফিক: তিয়াসা দাস)

০২ ১০
প্রতি দলেই এমন কিছু খেলোয়াড় আছেন, যাঁদের বিপুল অর্থ দিয়ে কেনা হলেও প্রথম একাদশে রাখাই হচ্ছে না। সেই দলে বেঞ্চ প্লেয়ার হিসেবে থাকলেও তাঁরা অন্য যে কোনও দলে গেলে খেলার সুযোগ তো পেতেনই, এমনকি টুর্নামেন্টের সব হিসাবও বদলে দিতে পারেন। জানেন তাঁরা কারা?

প্রতি দলেই এমন কিছু খেলোয়াড় আছেন, যাঁদের বিপুল অর্থ দিয়ে কেনা হলেও প্রথম একাদশে রাখাই হচ্ছে না। সেই দলে বেঞ্চ প্লেয়ার হিসেবে থাকলেও তাঁরা অন্য যে কোনও দলে গেলে খেলার সুযোগ তো পেতেনই, এমনকি টুর্নামেন্টের সব হিসাবও বদলে দিতে পারেন। জানেন তাঁরা কারা?

০৩ ১০
যেমন মোহিত শর্মার কথাই ধরুন। চলতি আইপিএলে চেন্নাই সুপারকিংস ৫ কোটি টাকায় কিনেছিল মোহিতকে। কিন্তু ওই পর্যন্তই! গোটা মরসুমে এখনও পর্যন্ত মাত্র ১টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। বরং মোহিত যদি বেঙ্গালুরুর দলে থাকতেন, তা হলে ডেথ ওভারে বোলিং বিপর্যয় ঢাকতে ডেল স্টেনের সঙ্গেতাঁকে কাজে লাগানো যেত।

যেমন মোহিত শর্মার কথাই ধরুন। চলতি আইপিএলে চেন্নাই সুপারকিংস ৫ কোটি টাকায় কিনেছিল মোহিতকে। কিন্তু ওই পর্যন্তই! গোটা মরসুমে এখনও পর্যন্ত মাত্র ১টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। বরং মোহিত যদি বেঙ্গালুরুর দলে থাকতেন, তা হলে ডেথ ওভারে বোলিং বিপর্যয় ঢাকতে ডেল স্টেনের সঙ্গেতাঁকে কাজে লাগানো যেত।

০৪ ১০
টানা ৫ ম্যাচে হেরে কোণঠাসা কলকাতা ভুগছে ভাল পেস বোলিংয়ের অভাবে। শিবম মাভি, কমলেশ নগরকোটিদের চোট বিপর্যয় বাড়িয়েছে। ট্রেন্ট বোল্টের মতো কিউয়ি পেসার সহজেই তাঁদের পরিত্রাতা হয়ে উঠতে পারতেন। নিউজিল্যান্ডের এই পেসার দিল্লির দলে থাকলেও কাগিসো রাবাডার জন্য সুযোগ পাচ্ছেন না।

টানা ৫ ম্যাচে হেরে কোণঠাসা কলকাতা ভুগছে ভাল পেস বোলিংয়ের অভাবে। শিবম মাভি, কমলেশ নগরকোটিদের চোট বিপর্যয় বাড়িয়েছে। ট্রেন্ট বোল্টের মতো কিউয়ি পেসার সহজেই তাঁদের পরিত্রাতা হয়ে উঠতে পারতেন। নিউজিল্যান্ডের এই পেসার দিল্লির দলে থাকলেও কাগিসো রাবাডার জন্য সুযোগ পাচ্ছেন না।

০৫ ১০
দল নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চালিয়েছে কিংস ইলেভন পঞ্জাব। কিন্তু তার পরও তাঁদের সবচেয়ে অভিজ্ঞ বিদেশি খেলোয়াড় মোজেস হেনরিকস রয়ে গিয়েছেন মাঠের বাইরে। পঞ্জাবের হয়ে ডেবিউ ম্যাচ খেলার আগে তিনি চোট পেলেও তা সেরে গিয়েছে। তবু শিকে ছেঁড়েনি। বরং এই মুহূর্তে রাজস্থানের মিডল অর্ডারকে আরও মজবুত করতে বেন স্টোকসের জায়গায় তাঁকে খেলানো যেতে পারে।

দল নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চালিয়েছে কিংস ইলেভন পঞ্জাব। কিন্তু তার পরও তাঁদের সবচেয়ে অভিজ্ঞ বিদেশি খেলোয়াড় মোজেস হেনরিকস রয়ে গিয়েছেন মাঠের বাইরে। পঞ্জাবের হয়ে ডেবিউ ম্যাচ খেলার আগে তিনি চোট পেলেও তা সেরে গিয়েছে। তবু শিকে ছেঁড়েনি। বরং এই মুহূর্তে রাজস্থানের মিডল অর্ডারকে আরও মজবুত করতে বেন স্টোকসের জায়গায় তাঁকে খেলানো যেতে পারে।

০৬ ১০
কলকাতার রিজার্ভ বেঞ্চে মজুত কার্লোস ব্রেথওয়েট সম্পর্কেও একই কথা খাটে। তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন এত দিনে। সেই ম্যাচে ব্যর্থ বলে তাঁকে বেঞ্চে বসিয়ে রাখার যুক্তি নেই ক্রিকেট বিশেষজ্ঞদের কাছেও। এ দিকে পঞ্জাব দলে বোলিং দক্ষতা ও মিডল অর্ডারকে ধরে রাখার জন্য এই সময় তাঁর মতো অভিজ্ঞ ক্যারিবিয়ান দরকার।

কলকাতার রিজার্ভ বেঞ্চে মজুত কার্লোস ব্রেথওয়েট সম্পর্কেও একই কথা খাটে। তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন এত দিনে। সেই ম্যাচে ব্যর্থ বলে তাঁকে বেঞ্চে বসিয়ে রাখার যুক্তি নেই ক্রিকেট বিশেষজ্ঞদের কাছেও। এ দিকে পঞ্জাব দলে বোলিং দক্ষতা ও মিডল অর্ডারকে ধরে রাখার জন্য এই সময় তাঁর মতো অভিজ্ঞ ক্যারিবিয়ান দরকার।

০৭ ১০
মুম্বই ইন্ডিয়ান্সের এভিন লুইসের কথাই ভাবুন।ডি’কক ভাল খেলে দিচ্ছেন বলে সে ভাবে সুযোগই মিলেছে না। অথচ গত মরসুমেও ৩৮২ রান করে নিজের জাত চিনিয়েছিলেন লুইস। ও দিকে ধোনির দুর্ধর্ষ ফিনিশ বা দারুণ বোলিং লাইন আপের কাঁধে ভর দিয়ে ম্যাচ জিতছে চেন্নাই। সুযোগ পেলে তাঁর আগ্রাসী ব্যাটিং চেন্নাইয়ে অনেকটাই সুবিধায় রাখতে পারত। বিশেষ করে ওপেনার ওয়াটসন যখন একেবারে ব্যর্থ।

মুম্বই ইন্ডিয়ান্সের এভিন লুইসের কথাই ভাবুন।ডি’কক ভাল খেলে দিচ্ছেন বলে সে ভাবে সুযোগই মিলেছে না। অথচ গত মরসুমেও ৩৮২ রান করে নিজের জাত চিনিয়েছিলেন লুইস। ও দিকে ধোনির দুর্ধর্ষ ফিনিশ বা দারুণ বোলিং লাইন আপের কাঁধে ভর দিয়ে ম্যাচ জিতছে চেন্নাই। সুযোগ পেলে তাঁর আগ্রাসী ব্যাটিং চেন্নাইয়ে অনেকটাই সুবিধায় রাখতে পারত। বিশেষ করে ওপেনার ওয়াটসন যখন একেবারে ব্যর্থ।

০৮ ১০
ঈশ সোধি রাজস্থান রয়্যালসের দলে থাকলেও একেবারেই ব্যবহৃত নয়। দলে শ্রেয়াস গোপাল ছাড়া আর কোনও বোলারই তেমন মারাত্মক সফল না হলেও এখনও কেন সোধিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে তা নিয়ে ক্রিকেট অনুরাগীরা বারবার প্রশ্ন তুলছেন। অথচ ইকনমি রেট থেকে শুরু করে উইকেট নেওয়ার ক্ষমতায় এই সময় মুম্বই ইন্ডিয়ান্সের দলে তাঁকে বড় প্রয়োজন।

ঈশ সোধি রাজস্থান রয়্যালসের দলে থাকলেও একেবারেই ব্যবহৃত নয়। দলে শ্রেয়াস গোপাল ছাড়া আর কোনও বোলারই তেমন মারাত্মক সফল না হলেও এখনও কেন সোধিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে তা নিয়ে ক্রিকেট অনুরাগীরা বারবার প্রশ্ন তুলছেন। অথচ ইকনমি রেট থেকে শুরু করে উইকেট নেওয়ার ক্ষমতায় এই সময় মুম্বই ইন্ডিয়ান্সের দলে তাঁকে বড় প্রয়োজন।

০৯ ১০
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবু পরিকল্পনায় গলদ এবং প্রাথমিক অফ ফর্মের কারণে ওয়াশিংটনকে সে ভাবে সুযোগ দেওয়াই হচ্ছে না।অথচ পাওয়ার প্লে-তে মহম্মদ নবির বোলিংয়ের উপর ভর করে ম্যাচ টেনে বার করার যে চেষ্টা সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে, সেই কাজকে নবির পাশে দাঁড়িয়ে আরও সহজ করতে পারতেন ওয়াশিংটন সুন্দর।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবু পরিকল্পনায় গলদ এবং প্রাথমিক অফ ফর্মের কারণে ওয়াশিংটনকে সে ভাবে সুযোগ দেওয়াই হচ্ছে না।অথচ পাওয়ার প্লে-তে মহম্মদ নবির বোলিংয়ের উপর ভর করে ম্যাচ টেনে বার করার যে চেষ্টা সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে, সেই কাজকে নবির পাশে দাঁড়িয়ে আরও সহজ করতে পারতেন ওয়াশিংটন সুন্দর।

১০ ১০
বাংলাদেশের বিশ্বকাপ ট্রেনিং ক্যাম্পে না গিয়ে সানরাইজার্সে থেকে যাওয়ার সিদ্ধন্ত নিয়েছেন সাকিব আল হাসান। তবু দলে তাঁকে সে ভাবে আর নেওয়া হচ্ছে কই? নবির মারাত্মক বোলিং সাকিবের সুযোগের সামনে বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু দিল্লির মিডল অর্ডারকে আর একটু পোক্ত করতে‌ সাকিবের মতো অলরাউন্ডার তাঁদের এই মুহূর্তে বড় প্রয়োজন ছিল।

বাংলাদেশের বিশ্বকাপ ট্রেনিং ক্যাম্পে না গিয়ে সানরাইজার্সে থেকে যাওয়ার সিদ্ধন্ত নিয়েছেন সাকিব আল হাসান। তবু দলে তাঁকে সে ভাবে আর নেওয়া হচ্ছে কই? নবির মারাত্মক বোলিং সাকিবের সুযোগের সামনে বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু দিল্লির মিডল অর্ডারকে আর একটু পোক্ত করতে‌ সাকিবের মতো অলরাউন্ডার তাঁদের এই মুহূর্তে বড় প্রয়োজন ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE