IPL 2018: Players who created noise in the auctions but were soon forgotten dgtl
অনেক টাকায় কেনা আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই ক্রিকেটারেরা
কোটি কোটি টাকা খরচ করে আইপিএলে দলে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারদের। কিন্তু গোটা কয়েক ম্যাচ খেলার পরই তাঁরা কার্যত হারিয়ে যান। সফল না হওয়ায় দল থেকেও বাদ পড়েন। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ০৯:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
কোটি কোটি টাকা খরচ করে আইপিএলে দলে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারদের। কিন্তু গোটা কয়েক ম্যাচ খেলার পরই তাঁরা কার্যত হারিয়ে যান। সফল না হওয়ায় দল থেকেও বাদ পড়েন। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।
০২০৬
একলব্য দ্বিবেদী: মিডল অর্ডার ব্যাটসম্যান। এক কোটি টাকা দিয়ে গুজরাত লায়ন্স কিনেছিল তাঁকে। তবে, ৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৪ রান। তার পরই বাদ পড়েন দল থেকে। এ বছর দলই পাননি তিনি।
০৩০৬
অনিকেত চৌধুরি: গত বছর আরসিবি তাঁকে কিনেছিল ২ কোটি টাকায়। হতাশ করেন দলকে। ৫ ম্যাচে ওভার পিছু ৮.৫৫ রান দিয়ে ৫ উইকেট নেন। তার পরই দল থেকে বাদ দেওয়া হয় তাঁকে।
০৪০৬
নাথু সিংহ: ২০১৬ আইপিএলে ৩ কোটি ২০ লক্ষে নাথুকে কিনেছিল মুম্বই। নিলামের দর ওঠার পর সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু একটিও ম্যাচে সুযোগ পাননি। পরের বছর গুজরাত লায়ন্স তাঁকে ৫০ লক্ষে কিনে নেয়। কিন্তু দুই ম্যাচে ১ উইকেট নিয়ে আর প্রথম একাদশে জায়গা পাননি।
০৫০৬
কেসি কারিয়াপ্পা: ২০১৫ সালে কেকেআর কারিয়াপ্পাকে কিনেছিল ২ কোটি ৪০ লাখে। এত টাকা খরচ করা নিয়ে অনেক কথাও উঠেছিল। সাফল্য পাননি এই ক্রিকেটার। আইপিএলে ওভারপিছু ৯.২৩ রান দিয়ে ৮ উইকেট নেওয়া ক্রিকেটার প্রায় হারিয়েই গিয়েছেন।
০৬০৬
টাইমল মিলস: ইংল্যান্ড দলের বাঁ-হাতি ফাস্ট বোলার টাইমাল মিলসকে কিনেছিল আরসিবি। খরচ করেছিল ১২ কোটি। কিন্তু কিছু দিনের মধ্যেই দল বুঝে যায় কতটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারা।