বিদায়: শেষ ম্যাচের পরে আন্দ্রে ইনিয়েস্তাকে আকাশে ছুড়ে দিলেন তাঁর বার্সেলোনার সতীর্থরা। রবিবার ক্যাম্প ন্যু-তে। ছবি: এএফপি
বার্সেলোনার হয়ে ফুটবলার হিসেবে লা লিগার শেষ ম্যাচে জয় পেয়েই ক্যাম্প ন্যু ছাড়লেন অধিনায়ক আন্দ্রে ইনিয়েস্তা। রিয়াল সোসিদাদের বিরুদ্ধে যে ম্যাচে গোল করে বার্সাকে জেতালেন ফিলিপে কুটিনহো।
এই জয়ের ফলে ৩৮ ম্যাচের পরে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৯৩। ক্যাটালন ক্লাবটির সমর্থকদের কেউ কেউ ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার সিটির মতো পয়েন্ট সংগ্রহে ‘সেঞ্চুরি’ না করার জন্য হতাশ। যদিও বার্সা সমর্থকদের একটা বড় অংশ এ দিন ইনিয়েস্তার শেষ ম্যাচে স্টেডিয়াম ছাড়লেন চোখের জলে।
যা দেখে নিজেও আবেগ সামলাতে পারেননি ইনিয়েস্তা। বলে দেন, ‘‘সারাজীবন এই সমর্থকরা হৃদয়ে থেকে যাবেন। ২২ বছর ধরে বার্সেলোনার জার্সি পরার জন্য আমি গর্বিত। এই সময়ে বার্সেলোনা সমর্থকদের যে ভালবাসা পেয়েছি তা বলে বোঝানো যাবে না। তার জন্য ওঁদের ধন্যবাদ।’’
বার্সালোনা মাঝমাঠে তার পরে কে? সমর্থকদের এই প্রশ্নের উত্তরও বিদায় বেলায় দিয়ে গিয়েছেন ইনিয়েস্তা। তিনি বলেন, ‘‘দলে ফিলিপে কুটিনহো, ডেনিস সুয়ারেসের মতো ফুটবলার রয়েছে। অত্যন্ত দক্ষ খেলোয়াড় এই দু’জন। আগামী দিনে এই দু’জন রাজত্ব করবেন বার্সেলোনার মাঝমাঠে।’’
বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দেও ম্যাচ শেষে ইনিয়েস্তাকে নিয়ে নিজের আবেগ সামলাতে পারেননি। তিনি বলেন, ‘‘আজকের দিনটা আন্দ্রে ইনিয়েস্তার। চ্যাম্পিয়ন হয়েই ক্লাব থেকে বিদায় নিলেন আমাদের অধিনায়ক।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy