২৪ থেকে ৩০ মাসের মধ্যে তৈরি হবে স্টেডিয়াম। প্রতীকী ছবি
চলতি বছরেই উদ্বোধন হয়েছে ভারত তথা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মোতেরার। এবার রাজস্থানে তৈরি হতে চলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম।
এই ক্রিকেট স্টেডিয়াম তৈরির দায়িত্বে রয়েছে রাজস্থান ক্রিকেট সংস্থা (আরসিএ)। ইতিমধ্যেই বিসিসিআই ১০০ কোটি টাকা এই খাতে খরচ করার সিদ্ধান্ত নিয়েছে।
স্টেডিয়াম তৈরিতে মোট ২৯০ কোটি টাকা লাগছে। এর মধ্যে বোর্ডের অনুদান বাদে ১০০ কোটি ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হবে। বাকি ৯০ কোটি টাকা আসবে স্পনসরশিপ এবং বক্স বিক্রি থেকে। মোট ৭৫ হাজার মানুষ বসতে পারবেন এই স্টেডিয়ামে।
Historic day for cricket in Rajasthan- went to JDA for getting the lease deed and possession letter from JDC Gaurav Goyal for the land for India’s second largest cricket stadium proposed at Jaipur. Also present were GS Sandhu, Advisor, Mahendra Sharma, Secy and others. pic.twitter.com/Lhj92xIusR
— Vaibhav Gehlot (@VaibhavGehlot80) July 2, 2021
শনিবার টুইট করে স্টেডিয়াম তৈরি হওয়ার কথা জানান আরসিএ সচিব বৈভব গহলৌত। তাঁর দাবি, ২৪ থেকে ৩০ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে স্টেডিয়াম।
দুটি ধাপে পরিকাঠামো তৈরি হবে। প্রথম পর্যায়ে ৪০ হাজার মানুষ খেলা দেখতে পাবেন। আন্তর্জাতিক মানের দুটি অনুশীলনের মাঠ, হোটেল, জিম ইত্যাদি থাকবে। সঙ্গে থাকবে চারটি ক্রিকেট অ্যাকাডেমিও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy