ওমান ক্রিকেট স্টেডিয়াম। ফাইল ছবি
এশিয়ার মধ্যে ফুটবল-খেলিয়ে দেশ হিসেবেই পরিচিত ওমান। সেই দেশে এবার বসতে চলেছে টি২০ বিশ্বকাপ ক্রিকেটের আসর। এত বড় মাপের প্রতিযোগিতার জন্য কতটা তৈরি ওমান?
এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ওমান ক্রিকেটের সচিব মধু জেসরানি জানিয়েছেন, সব দিক থেকেই সাফল্যের সঙ্গে তাঁরা এই প্রতিযোগিতা আয়োজন করতে চান।
জেসরানি জানিয়েছেন, ওমানের পিচ হবে ধীর গতির। অর্থাৎ তা সাহায্য করবে স্পিনারদের, ঠিক যেমন উপমহাদেশের বাকি দেশগুলিতে দেখা যায়।
তবে ক্রিকেটীয় পরিকাঠামো নিয়ে এখনও কাজ বাকি। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে খেলে না ওমান, তাই সে দেশের পরিকাঠামোও ততটা শক্তিশালী নয়।
জেসরানি বলেছেন, “আমাদের কোনও স্টেডিয়াম নেই। দুটি মাঠ রয়েছে। একটি মাঠে ড্রেসিংরুম রয়েছে, আর একটি মাঠে সংস্কারের কাজ চলছে। এ ছাড়া, ফ্লাডলাইটও সে রকম উন্নত মানের ছিল না। সেগুলিও অত্যাধুনিক করার কাজ করছি আমরা। স্কোরবোর্ডও বদলানো হচ্ছে।”
ওমানে এই মুহূর্তে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটাই কমের দিকে। তাই ম্যাচগুলিতে তিন-চার হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার ভাবনাচিন্তা করছে তারা। জেসরানি জানিয়েছেন, আগামী সপ্তাহে আইসিসি এবং বিসিসিআই-এর কর্তারা এসে পরিকাঠামো খতিয়ে দেখবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy