—প্রতিনিধিত্বমূলক চিত্র
ক্রিকেট বিশ্বকাপ শুরুর ৯ দিন আগে এশিয়ান গেমসে ভারতের কাছে গো-হারা হারল পাকিস্তান। এশিয়ান গেমসে মহিলাদের স্কোয়াশে গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-০ হারিয়েছে ভারত। অর্থাৎ, ভারতের তিন প্রতিযোগীই নিজেদের ম্যাচ জিতেছেন।
শুরুটা হয়েছিল কিশোরী অনাহাত সিংহকে দিয়ে। প্রথম ম্যাচে পাকিস্তানের সাদিয়া গুলের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। প্রথম রাউন্ডের তিনটি গেমই জেতেন অনাহাত। ১১-৬, ১১-৬, ১১-৩ পয়েন্টে জিতে নিজের ম্যাচ জিতে যান ভারতীয় প্রতিযোগী।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন জোশনা চিনাপ্পা। তাঁর প্রতিপক্ষ ছিলেন নুর উল হুদা। জোশনাও অনাহাতের মতো নিজের তিনটি গেমই জেতেন। জোশনার পক্ষে ম্যাচের ফল ১১-২, ১১-৫, ১১-৭। পর পর দু’রাউন্ড জিতে যাওয়ায় তখনই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল। ভারতের লক্ষ্য ছিল তিনটি রাউন্ডই জেতা। সেটাই করেন তন্বী খান্না।
তৃতীয় রাউন্ডে পাকিস্তানের নুর উল ইয়াজকে ১১-৩, ১১-৬, ১১-২ হারান তন্বী। ফলে ৩-০ ম্যাচ জেতে ভারত। স্কোয়াশে মহিলাদের দলের পরবর্তী প্রতিপক্ষ নেপাল। বুধবার হবে সেই খেলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy