গোলাপি বিপ্লব মেয়েদের ক্রিকেটে। —ফাইল চিত্র
বছরের শেষে অস্ট্রেলিয়ার সফরে যাবেন ঝুলন গোস্বামী, মিতালি রাজরা। সেই সফরেই দিন রাতের টেস্ট আয়োজন করা হতে পারে। বৃহস্পতিবার টুইট করে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
জয় শাহ টুইট করে লেখেন, ‘মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আমরা দায়বদ্ধ। আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতের মহিলা ক্রিকেট দল প্রথম বার গোলাপি বলের টেস্ট খেলবে এ বারের অস্ট্রেলিয়া সফরে’। আইসিসি-ও টুইট করে এই বিষয়। তারা লেখে, ‘এই বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম বার গোলাপি বলের টেস্ট খেলবে ভারতীয় মহিলা দল, জানালেন বিসিসিআই সচিব, জয় শাহ’।
৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবেন ঝুলনরা। ১৬ জুন থেকে শুরু সেই টেস্ট। আপাতত মুম্বইতে নিভৃতবাসে রয়েছেন তাঁরা। সেখান থেকে ইংল্যান্ড যাবেন তাঁরা। বছরের শেষে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি২০ সিরিজ খেলবে ভারত। তখনই হবে গোলাপি বলের টেস্ট। মেয়েদের ক্রিকেট নিয়ে ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই কথাই যেন রাখছেন তিনি।
Taking forward our commitment towards women's cricket, I am extremely pleased to announce that Team India @BCCIwomen will play in their first-ever pink ball day-night Test later this year in Australia.
— Jay Shah (@JayShah) May 20, 2021
JUST IN: India Women to play in a pink-ball day-night Test in Australia later this year, announces BCCI Secretary Jay Shah. pic.twitter.com/x8S4HqTlNG
— ICC (@ICC) May 20, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy