Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Tokyo Olympics

টোকিয়ো অলিম্পিক্সে জায়গা করে নিলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু

ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার জন্যই যোগ্যতা অর্জন করতে পেরেছেন চারু।

মীরাবাঈ চানু।

মীরাবাঈ চানু। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ০৯:১০
Share: Save:

টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পাকা মীরাবাঈ চানুর। ৪৯ কেজি বিভাগের এই ভারোত্তোলক শনিবার যোগ্যতা অর্জন করলেন অলিম্পিক্সে খেলতে যাওয়ার।

২০১৭ সালে বিশ্বকাপ জিতেছিলেন চানু। ৪৯ কিলোগ্রাম বিভাগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন তিনি। এই মুহূর্তে ভারোত্তোলোকদের বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে চানু। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) পক্ষ থেকে টুইট করে তাঁকে শুভেচ্ছা জানানো হয় তাঁকে। লেখা হয়, ‘টোকিয়ো অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার জন্য মীরাবাঈ চানুকে শুভেচ্ছা। ভারোত্তোলোনের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।’

ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার জন্যই যোগ্যতা অর্জন করতে পেরেছেন চারু। চতুর্থ স্থানে ছিলেন তিনি। অলিম্পিক্স থেকে উত্তর কোরিয়া নাম সরিয়ে নেওয়ার পর দ্বিতীয় স্থানে উঠে আসেন এই ভারোত্তোলোক। রিও অলিম্পিক্সেও জায়গা করে নিয়েছিলেন চারু। তবে সে বার কোনও ওজনই এক বারে তুলতে পারেননি তিনি। এ বার ফের সুযোগ এসে গিয়েছে তাঁর সামনে।

অন্য বিষয়গুলি:

Weightlifting Mirabai Chanu Tokyo Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE