Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Euro Cup 2020

Euro 2020: লুকাকুর জোড়া গোলে জয় পেল বেলজিয়াম, আশঙ্কার ম্যাচে জয় ফিনল্যান্ডের

এরিকসেনের উদ্দেশে লুকাকুর চিৎকার, “ক্রিস, তোমায় ভালবাসি।”

লুকাকু।

লুকাকু। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ০২:৪৬
Share: Save:

ফুটবলে বিশ্বের এক নম্বর দেশ বেলজিয়াম। তাদের সামনে প্রায় দাঁড়াতেই পারল না রাশিয়া। লুকাকুর জোড়া গোল অনায়াসে জয় এনে দিল বেলজিয়ামকে। গোল করে ক্যামেরার সামনে এসে ক্রিশ্চিয়ান এরিকসেনের উদ্দেশে লুকাকুর চিৎকার, “ক্রিস, তোমায় ভালবাসি।”

রাশিয়াকে ৩-০ গোলে হারায় বেলজিয়াম। লুকাকু ছাড়াও গোল করেছেন থমাস মুনিয়ের। ১০ মিনিটের মাথায় প্রথম গোল করেন লুকাকু। তার পরেই ইন্টার মিলানের সতীর্থের উদ্দেশে তাঁর চিৎকার। এরিকসেনের ডেনমার্ক যদিও জিততে পারেনি। তাদের হারিয়ে ইতিহাস গড়েছে ফিনল্যান্ড। কোনও বড় প্রতিযোগিতার প্রথম ম্যাচে প্রথম বার জয় পেল তারা। অনেক বড় দলকে ভয় দেখানোর রসদ যে তাঁদের মধ্যে রয়েছে তা, বুঝিয়ে দিলেন জোয়েল পহযানপালোরা। তাঁর করা একমাত্র গোলেই জয় পায় ফিনল্যান্ড।

শনিবার আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলস এবং সুইৎজারল্যান্ড। নজর ছিল ওয়েলস তারকা বেলের দিকে। তবে তিনি গোল পাননি। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে সুইস ফুটবলার ব্রিল এমবোলোর গোলে এগিয়ে যায় তারা। তবে সেই গোল শোধ করে দেন কিফের মুরে। ২ দলই হেডে গোল করে। ১-১ গোলে শেষ হয় ম্যাচ।

অন্য বিষয়গুলি:

belgium Denmark Finland Euro Cup 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE