মনে হয়েছিল দারুণ উত্তেজক একটা টেস্ট ম্যাচ হবে। ফটো-ফিনিশে কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু কোথায় কী, বরং সেঞ্চুরিয়ন দেখল ভারতীয় দলের বিনা লড়াইয়ে আত্মসমর্পণ! ভারতীয় ঘরানার উইকেট এবং পরিবেশ পেয়েও তারা উপহার তুলে দিয়ে এল প্রতিপক্ষের হাতে। কী রকম রেটিং পেতে পারে সেঞ্চুরিয়নে খেলা ভারতের প্রথম একাদশ? হারের পরে ময়নাতদন্তে নামল আনন্দবাজার।
মুরলী বিজয়: বলা হয়, টেকনিক্যালি দেশের সব চেয়ে পোক্ত ওপেনার। তা হলে ১১ সেঞ্চুরির মাত্র ৩টি বিদেশের মাঠে কেন, সেই প্রশ্ন তোলাই যায়। এই তিনটি সেঞ্চুরির একটি বাংলাদেশে। বাকি দু’টি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে। চলতি সিরিজে এখনও পর্যন্ত দু’টি টেস্টের চার ইনিংস মিলিয়ে রান ৬৯। গড় ১৭.২৫, যা দেখে ভুল করে মনে হতে পারে বোলারের গড়। না তিনি আকাশ চোপড়া, না বীরেন্দ্র সহবাগ। না ধরতে পারেন, না মারতে পারেন। তাঁকে বলার সময় হয়েছে— ভাই, স্কোরবোর্ডে টেকনিকের ব্যাখ্যা থাকে না। লেখা থাকে শুধুই রান সংখ্যা। • রেটিং: ৩/১০