একাই লড়ছেন অধিনায়ক চান্দিমল। ছবি: পিটিআই।
• ১৪৭ রান করে অপরাজিত রয়েছেন অধিনায়ক চান্দিমল।
• দিনের শেষে শ্রীলঙ্কা ৩৫৬/৯ (১৩০.০ ওভার)।
• তৃতীয় দিনের খেলা শেষ।
• শ্রীলঙ্কা ৩৪৮/৯।
• শ্রীলঙ্কার নবম উইকেটের পতন।
• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। ৫ রান করে মহম্মদ শামির বলে আউট হলেন সুরঙ্গল লকমল।
• ১২২ ওভারে শ্রীলঙ্কা ৩৩০/৭।
• রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক।
• ফের শ্রীলঙ্কার উইকেটের পতন। আউট হলেন নিরোশন ডিকবেলা(০)।
• ১১৮ ওভারে শ্রীলঙ্কা ৩১৮/৬।
• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। শূন্য রান করে আউট হলেন রোশন সিলভা।
• আউট হলেন সামারাবীরা।
• ১১৫ ওভারে শ্রীলঙ্কা ৩০৫/৪।
• ১০৪ ওভারে শ্রীলঙ্কা ২৮৪/৪।
• শতরান করলেন দীনেশ চান্ডিমল।
• টি ব্রেকের পর মাঠে নামলেন দুই দলের ক্রিকেটাররা।
• টি ব্রেক।
• ৯৬ ওভারে শ্রীলঙ্কা ২৫৩/৩।
• ৮৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর তিন উইকেটে ২৩২।
• শতরান করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।
• ম্যাথুজ ব্যাট করছেন ৯৮ রানে।
• শতরানের মুখে অ্যাঞ্জেলো ম্যাথুজ।
• শ্রীলঙ্কার রান ৮০ ওভারে তিন উইকেটে ২০৮।
• লাঞ্চের পর মাঠে নামলেন দুই দলের ক্রিকেটারেরা।
• লাঞ্চ ব্রেক।
ভারতের বিশাল স্কোরের সামনে লড়াই চালাচ্ছে শ্রীলঙ্কা। তৃতীয় টেস্টের তৃতীয় দিন শুরুটা ভালই করল তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy