শিখর ধবনদের অভিনন্দন জানালেন কোহলী। ফাইল চিত্র।
তাঁর দলের প্রথম অনুশীলন ম্যাচ চলছে। কিন্তু প্রায় সাড়ে পাঁচ হাজার মাইল দূরে ইংল্যান্ডে বসে শ্রীলঙ্কায় ভারতের দ্বিতীয় দলের খেলায় সমানে চোখ ছিল বিরাট কোহলীর। তাই শিখর ধবনদের সিরিজ জয়ে অভিনন্দন জানালেন কোহলী।
উচ্ছ্বসিত কোহলী ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। কোহলী লিখেছেন, ‘দারুণ জয়। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বার করেছে দল। খেলা দেখে খুব ভাল লাগল।’
Great win by the boys. From a tough situation to pull it off was an amazing effort. Great to watch. Well done DC and Surya. Tremendous knocks under pressure.
— Virat Kohli (@imVkohli) July 20, 2021
আলাদা করে দীপক চাহার ও সূর্যকুমার যাদবের প্রশংসা করেছেন কোহলী। লিখেছেন, ‘খুব ভাল খেলেছ তোমরা। চাপের মুখে অনবদ্য ইনিংস।’
চাহার ৮২ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। সূর্যকুমার ৪৪ বলে ৫৩ রান করেন। ১১৬ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে ৭ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৭ রান তুলে নেয় ভারত। ভুবনেশ্বর কুমারের সঙ্গে অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৮৪ রান যোগ করে ম্যাচ জেতান চাহার। তিনিই ম্যাচের সেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy