বোলিংয়ের পর এ বার ব্যাট হাতেও লড়ছেন দীপক চাহর। ফাইল চিত্র
বল হাতে ৫৩ রানে ২ উইকেট নেওয়ার পর এ বার ব্যাট হাতেও ম্যাচ জেতালেন দীপক। খেলেলেন ৮২ বলে ৬৯ রানের ইনিংস। মারলেন ৭টি চার ও ১টি ছয়। ভুবনেশ্বর কুমার ২৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। অষ্ঠম উইকেটে ৮৪ রানে জুটির জন্যই পাঁচ বল বাকি থাকতেই ৩ উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল ভারত।
শেষ বলে চার মেরে সিরিজ জয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন দীপক চাহর।
সিরিজ ও ম্যাচ জেতার জন্য দরকার ১০ বলে ১০ রান।
হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু দীপক চাহর। তবুও দুষ্মন্ত চামিরার ৪৭তম ওভারে ১৩ রান নিল ভারত।
ভারতকে জিততে হলে এখনও ৩৪ বলে ৩৩ রান করতে হবে।
Maiden international fifty for @deepak_chahar9! 👏 👏
— BCCI (@BCCI) July 20, 2021
What a fine knock this has been! 👌 👌 #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/cfQLpIFIXx
ম্যাচ ও সিরিজ জয়ের জন্য দরকার ৩০ বলে ৩১ রান। দীপক ৫১ রানে ক্রিজে আছেন।
বল হাতে দুই উইকেট নেওয়ার পর এ বার দলের জন্য ব্যাট হাতে লড়ছেন দীপক।
৩৫ রান করে ম্যাচটা প্রায় ধরে নিয়েছিলেন। তবে শেষ রক্ষা হল না। ওয়ানিন্দু হাসরঙ্গর বলে আউট হয়ে ফিরলেন ক্রুণাল। ১৯৩ রানে ৭ উইকেট হারিয়ে আরও বিপাকে ভারত।
আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অর্ধ শতরান করেছিলেন। এ দিন দ্বিতীয় একদিনের ম্যাচেও করলেন অর্ধ শতরান। কিন্তু লাভ হল না। ৪৪ বলে ৫৩ রান করে লক্ষণ সন্ধকনের বলে লেগ বিফোর হলেন এই মুম্বইকর। আরও চাপে ভারত।
5⃣0⃣ in his second T20I 💪
— BCCI (@BCCI) July 20, 2021
5⃣0⃣ (and going strong) in his second ODI 💪
Well done, @surya_14kumar! 👏 👏 #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/THMu6jI83p
ক্রিজে রয়েছেন সূর্য কুমার যাদব ও ক্রুণাল পাণ্ড্য। এই ম্যাচ জেতার সঙ্গে সিরিজ জিততে হলে এখনও ১২৯ রান করতে হবে।
ব্যাট করতে নেমে বিপক্ষের অধিনায়কের বলে আউট হলেন হার্দিক। আরও চাপে ভারত।
দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হলেন ছন্দে থাকা মনীশ পান্ডে। দাশুন শণকার বলে সূর্য স্ট্রেট ড্রাইভ মারলে সেই বল শ্রীলঙ্কার অধিনায়কের হাতে লেগে অন্য প্রান্তের উইকেট ভেঙে দেয়। বাধ্য হয়ে ৩৭ রানে ফিরে গেলেন মনীশ।
দলকে খাদের কিনারা থেকে তুলে আনার মরিয়া চেষ্টা করছেন মনীশ পান্ডে (৩৩) ও সূর্য কুমার যাদব (২৬)।
কাশুন রাজিতাকে স্কোয়ার কাট মারতে গেলে বোল্ড হয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান।
ইনিংসের মাঝের দিকে খেই হারালেও লড়াই করার মতো রান তুলে দিল শ্রীলঙ্কা। চহাল ৫০ রানে ৩ ও ভুবনেশ্বর ৫৪ রানে ৩ উইকেট নিলেন। দীপক চহার নিলেন ৫৩ রানে ২ উইকেট।
.@deepak_chahar9 scalps his second wicket of the match. 👍 👍
— BCCI (@BCCI) July 20, 2021
Sri Lanka move to 195/6 after 40 overs. #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/c39TGY2YjM
৩৬তম ওভারের দ্বিতীয় বলে শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শণকাকে বোল্ড করে দিলেন চহাল।
3⃣5⃣ overs gone, Sri Lanka 171/4.
— BCCI (@BCCI) July 20, 2021
2⃣ wickets for @yuzi_chahal
1⃣ wicket each for @BhuviOfficial & @deepak_chahar9 #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/HHeGcqGQXM pic.twitter.com/4kt2IuNxWf
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy