কেবল নজরদারি নয়, এ বার ড্রোনের মাধ্যমে ঘোষণাও করবে পুলিশ! রাজ্যে প্রথম এই ঘোষক ড্রোনের উদ্বোধন হল মেদিনীপুর শহরে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মঙ্গল বার ওই ড্রোনের উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (এসপি) ধৃতিমান সরকার।
পুলিশের তরফে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থায় ড্রোনের মাধ্যমে যেমন নজরদারি চালানো যাবে, তেমনই মাইকে ঘোষণাও করা যাবে। আগে কোথাও বিক্ষোভ হটাতে কিংবা গন্ডগোল এড়াতে হ্যান্ডমাইক নিয়ে জরুরি বিষয়গুলি ঘোষণা করতেন পুলিশ আধিকারিকেরা। এ বার ভিড়ের মধ্যে ড্রোন পাঠিয়ে নজরদারি চালানোর পাশাপাশি জমায়েত থেকে সরে যাওয়ার ঘোষণাও করতে পারবে পুলিশ। ওয়াকিটকির মাধ্যমে বার্তা পাঠাবেন পুলিশ আধিকারিকেরা। আর সেই বার্তা ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে।
আরও পড়ুন:
ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের এসপির ব্যক্তিগত গবেষণা ও উন্নয়নের ফসল এই ড্রোন। রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুরেই প্রথম এই ধরনের ড্রোনের ব্যবরা করা হয়েছে। শীঘ্রই রাজ্যের বিভিন্ন জেলায় এই ড্রোন ব্যবহার করা হবে। এ প্রসঙ্গে পুলিশ সুপার ধৃতিমান বলেন, “যখন বড় কোনও জমায়েত হয়, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পাশাপাশি মানুষকে সতর্ক করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও আমরা এই ড্রোন ব্যবহার করে মানুষকে আরও সতর্ক করতে পারি। গত ছ’মাস ধরে স্থানীয় স্তরে গবেষণার পর আমরা এটা তৈরি করেছি।’’