ধওয়ন টপকাতে পারেন সৌরভকে।
আসন্ন শ্রীলঙ্কা সফর শিখর ধওয়নের সামনে শুধু অধিনায়কত্বের সুযোগই এনে দেয়নি, রয়েছে একাধিক নজির গড়ার সুযোগও।
বিরাট কোহলীর পর দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে ৬০০০ রান করার সুযোগ রয়েছে তাঁর সামনে। টপকাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই কীর্তি গড়তে ধওয়নের দরকার আর ২৩ রান।
দ্রুততম ভারতীয় হিসেবে ৬০০০ রানের কৃতিত্ব রয়েছে কোহলীর। তিনি ১৩৬ ইনিংসে এই কাজ করেছিলেন। সৌরভের লেগেছিল ১৪৭ ইনিংস। ধওয়ন এখনও পর্যন্ত ১৩৯টি ইনিংস খেলেছেন। তাঁর মোট রান ৫৯৭৭। ১৭টি শতরান রয়েছে তাঁর।
আর ২৩ রান করলে দশম ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৬০০০ রান হবে তাঁর। এই কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকর, কোহলী, সৌরভ, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিন, রোহিত শর্মা, যুবরাজ সিংহ এবং বীরেন্দ্র সহবাগের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০০০ রান করার সুযোগও থাকছে ধওয়নের সামনে। দ্বাদশ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়তে পারেন। এখনও পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৮৩ রান করেছেন ধওয়ন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy