ক্রিজে রয়েছেন কোহলী। ছবি রয়টার্স
মন্দ আলোর কারণে বন্ধ হয়ে গেল খেলা। এখনও দিনের খেলার ১৩ ওভার বাকি। ভারতের হয়ে ক্রিজে কোহলী ২২ এবং জাডেজা ৯ রানে।
একই ওভারে জোড়া ধাক্কা রবিনসনের। ওভারের প্রথম বলে রোহিতকে তোলার পর শেষ বলে ফেরালেন পুজারাকে। ৬১ করে ফিরলেন পুজারা।
১২৭ রান করে অলি রবিনসনের বলে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট পড়ল ভারতের।
সিরিজের দ্বিতীয় অর্ধশতরান পেলেন পুজারা। ভারত ২০৮-১।
Pujara has shown some aggressive intent on his way to another half-century on this tour.
— Sony Sports (@SonySportsIndia) September 4, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Pujara pic.twitter.com/7FqEtO1UL5
রোহিতের শতরান হয়েছে। অর্ধশতরান থেকে সামান্য দূরে পুজারা (৪৭)। ভারত এগিয়ে রয়েছে ১০০ রানে।
বিদেশের মাটিতে প্রথম শতরান রোহিতের। ২০৫ বলে শতরান পূরণ করলেন তিনি।
First century outside India for the Hitman! 🔥
— Sony Sports (@SonySportsIndia) September 4, 2021
He gets there with a monster six over long on!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #RohitSharma pic.twitter.com/4HDSE276Ow
সিরিজের তৃতীয় অর্ধশতরান এল রোহিত শর্মার ব্যাট থেকে।
গোড়ালি ঘুরে যাওয়ায় হঠাৎই মাঠে বসে পড়েন পুজারা। তবে চিকিৎসা পেয়ে এখন তিনি ফিট। ক্রিজে রয়েছেন রোহিত (৪৮) এবং পুজারা (২১)। ৪৫ ওভারে ভারত ১১৭-১
ক্রিজে পুজারার সঙ্গে রয়েছেন রোহিত।
ভারতের রান একশো পেরল। সেই সঙ্গে ইংরেজদের রান টপকে গেল তারা।
৪৬ রানে আউট রাহুল। অ্যান্ডারসনের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
ভারতের রান ৫০ পেরোল।
50-run partnership comes up between our openers.
— BCCI (@BCCI) September 4, 2021
Live - https://t.co/OOZebPnBZU #ENGvIND pic.twitter.com/bhqm9Rh7zZ
ক্রিজে এখনও রোহিত এবং রাহুল। বড় রানই লক্ষ্য ভারতের।
Hello and welcome to Day 3 of the 4th Test. #TeamIndia are currently 56 runs behind with all 10 second innings wickets in tact.#ENGvIND pic.twitter.com/HE4Kx12EjI
— BCCI (@BCCI) September 4, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy