শতরান কেএল রাহুলের টুইটার
শতরান করে ফেললেন কেএল রাহুল। লর্ডসের ‘অনার বোর্ডে’ নাম উঠে গেল ভারতীয় ওপেনারের। দশম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে লর্ডসে টেস্টে শতরান করলেন রাহুল।
ক্রিকেটে মক্কা লর্ডসে এই নিয়ে ভারতীয়দের ১২টি টেস্ট শতরান হল। দিলীপ বেঙ্গসরকরের একারই তিনটি শতরান রয়েছে লর্ডসে।
ভারতীয়দের মধ্যে লর্ডসে প্রথম শতরান করেন বিনু মাঁকড়। ১৯৫২ সালে তিনি লর্ডসে ১৮৪ রানের ইনিংস খেলেছিলেন। এখনও পর্যন্ত লর্ডসে এটাই কোনও ভারতীয় ব্যাটসম্যানের সবথেকে বড় রানের ইনিংস।
💯
— BCCI (@BCCI) August 12, 2021
An excellent CENTURY from @klrahul11 at Lord's. Batted brilliantly throughout, survived a few nervous moments, and now has his century!
Live - https://t.co/KGM2YEualG #ENGvIND pic.twitter.com/mmG5VU227K
এরপর লর্ডসে কোনও ভারতীয়ের টেস্ট শতরান করার জন্য ২৭ বছর অপেক্ষা করতে হয়। দীর্ঘ অপেক্ষার অবসান হয় জোড়া শতরানে। একই টেস্টে শতরান করেন গুল্ডাপ্পা বিশ্বনাথ এবং বেঙ্গসরকর। বিশ্বনাথের ব্যাট থেকে আসে ১১৩ রান। বেঙ্গসরকর করেন ১০৩ রান।
তিন বছর পরে ফের লর্ডসে শতরান করেন বেঙ্গসরকর। ১৯৮২ সালে তিনি করেন ১৫৭ রান। চার বছর পরে তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ১২৬ রানের ইনিংস।
১৯৯০ সালে ফের লর্ডসে জোড়া শতরান হয় ভারতের। মহম্মদ আজহারউদ্দিন ১২১ রান করেন। সেই টেস্টে শতরান করেন এখনকার ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও। তিনি ১০০ রানের ইনিংস খেলেন।
ছয় বছর পরে লর্ডসে শতরন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৯৬ সালে সেটি ছিল সৌরভের অভিষেক টেস্ট। ১৩১ রান করেন তিনি।
আরও ছয় বছর পরে লর্ডসে সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শতরান করেন অজিত আগরকর। ২০০২ সালে তিনি অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন।
লর্ডস ভারতের বাকি দুটি শতরান করেন রাহুল দ্রাবিড় (অপরাজিত ১০৩, ২০১১) এবং অজিঙ্ক রহাণে (১০৩, ২০১৪)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy