শতরান রাহুলের ছবি রয়টার্স
চালকের আস্নে ভারত। উইকেটে আছেন অজিঙ্ক রহাণে ও রাহুল। ভারতের রান তিন উইকেটে ২৭৬ রান
রবিনসনের বলে আউট হয়ে ফিরলেন বিরাট। ১০৩ বলে ৪২ রান করে আউট হলেন তিনি। ভারতের রান ৩ উইকেট হারিয়ে ২৬৭।
জুটি ভাঙতে চেষ্টা করছে ইংল্যান্ড। তবে উইকেট কামড়ে পড়ে রয়েছেন বিরাট-রাহুল।
ভয়ঙ্কর হতে থাকা ভারতীয় জুটিকে ভাঙতে মরিয়া ইংল্যান্ড। ৬৮ ওভার শেষে ভারতের রান ২ উইকেট হারিয়ে ২১১।
ভারতকে ভরসা যোগাচ্ছেন অধিনায়ক বিরাট ও রাহুল। ভারতের রান ৩ উইকেটে ২০২।
শতরানের দিকে এগোচ্ছেন রাহুল। তিনি অপরাজিত ৭৫ রানে। সঙ্গী কোহলী রয়েছেন ৮ রানে।
প্রথম টেস্টের মতোই দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব নিয়ে খেলছেন রাহুল। আপাতত ৫৫ রানে অপরাজিত তিনি।
অবশেষে প্রথম উইকেটের পতন ভারতের। ফিরে গেলেন শতরানের দোরগোড়ায় থাকা রোহিত শর্মা (৮৩)।
ওপেনিং জুটিতে কোনও উইকেট না হারিয়েই শতরানের গন্ডি পেরিয়ে গেল ভারত।
ইংরেজ পেসাররা ক্লান্ত। জো রুট তাই এ বার স্পিনার মইন আলিকে আক্রমণে নিয়ে এলেন।
লর্ডস টেস্টেও ছন্দে রোহিতের। অনায়াসে পেরিয়ে গেলেন পঞ্চাশ রানের গন্ডি।
মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হল খেলা। ক্রিজে রোহিত এবং রাহুল।
বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। ভারত ১৮.৪ ওভারে ৪৬-০।
That's Lunch on Day 1⃣ of the second #ENGvIND Test at Lord's! @ImRo45 (3⃣5⃣*) & @klrahul11 (1⃣0⃣*) take #TeamIndia to 4⃣6⃣/0⃣.
— BCCI (@BCCI) August 12, 2021
Scorecard 👉 https://t.co/KGM2YELLde pic.twitter.com/hFOG2VfQJt
কারেনকে এক ওভারে চারটি চার মারলেন রোহিত। ভারতের রান ১৫ ওভারে ৩৮-০।
মেঘলা আকাশের নিচে অ্যান্ডারসনদের সামলাচ্ছেন রোহিত এবং রাহুল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy