রাহানেদের ফর্মের কথা ভেবেই টস জিততে হবে কোহালিকে। ছবি পিটিআই
আগামী শনিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ভারতীয় দলের বড় চিন্তা ব্যাটিং। বিশেষ করে প্রথম ইনিংসের ব্যাটিং। পরিসংখ্যান থেকে স্পষ্ট, বিরাট কোহালিকে টস জিতে আগে ব্যাট করতেই হবে।
যদি প্রথম ইনিংসে পরে ব্যাট করার (ম্যাচের দ্বিতীয় ইনিংস) পরিসংখ্যান ধরা হয়, তাহলে শেষ ১৫টি এরকম ইনিংসে ভারত মাত্র ৩ বার ৩৫০ রানের গণ্ডি টপকাতে পেরেছে, ৬ বার ৩০০ রানের গণ্ডি টপকাতে পেরেছে। যে ৩ বার ভারত ৩৫০ রানের গণ্ডি টপকাতে পেরেছে, সেগুলি দুর্বল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শেষ ৭টি টেস্টে ভারত প্রথম ইনিংসে একবারও ৩৫০ রানের গণ্ডি পেরোতে পারেনি।
যে ১৫টি ইনিংসের পরিসংখ্যান দেওয়া হল, সেখানে এই সিরিজের প্রথম টেস্টে খেলা ভারতের সেরা ছয়জন ব্যাটসম্যানের মধ্যে চারজনের গড় ৪০-এর নীচে। শুধু বিরাট কোহালি (৭২.০০) এবং চেতেশ্বর পূজারা (৬০.৭৩) সফল। কোহালির ৫টি এবং পূজারার ৩টি শতরান রয়েছে। অজিঙ্ক রাহানের গ়ড় ৩৬.০৬, ঋষভ পন্থের ৩৯.০০, রোহিত শর্মার ৩২.২৮, শুভমন গিলের ৩২.৭৫। রাহানে এবং রোহিতের ১টি করে শতরান রয়েছে। ঋষভ, শুভমনের শতরান নেই।
শেষ ৭টি টেস্টে প্রথম ইনিংসে (প্রথমে ব্যাট, পরে ব্যাট মিলিয়ে) ভারতের রান ১৬৫, ২৪২, ২৪৪, ৩২৬, ২৪৪, ৩৩৬, ৩৩৭।
গত অস্ট্রেলিয়া সফরে চতুর্থ ইনিংসে সিডনি ও ব্রিসবেনে ভারত দুর্দান্ত ব্যাট করে একবার ম্যাচ বাঁচিয়েছে, একবার জিতেছে। এতে হয়ত ওপরের পরিসংখ্যানগুলি ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু বিষয়টি যথেষ্ট উদ্বেগের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy