Advertisement
০৬ নভেম্বর ২০২৪
India vs England 2021

দ্বিশতরান করে আউট রুট, দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৫৫/৮

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৯২ রানের জুটি গড়লেন রুট, স্টোকস।

পঞ্চম দ্বিশতরান রুটের।

পঞ্চম দ্বিশতরান রুটের। ছবি: টুইটার থেকে

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৪
Share: Save:

দ্বিতীয় দিনের দিনের খেলা শেষ। ১৮০ ওভার | ইংল্যান্ড ৫৫৫/৮ | চেন্নাইয়ের মাঠে রানের পাহাড় গড়ছে ইংল্যান্ড।

১৭৫ ওভার | ইংল্যান্ড ৫৩৭/৮ | ক্যাচ ফেললেন রোহিত। ওয়াশিংটনের বলে বেসের ক্যাচ ফেললেন তিনি। রিভিউ না থাকায় একটি উইকেট পাওয়ার থেকে বঞ্চিত হয়েছিলেন ওয়াশিংটন, ফের তাঁর বলেই ক্যাচ পড়ল।

১৭০ ওভার | ইংল্যান্ড ৫২৮/৮ | গোটা ইনিংস জুড়েই ভাল বল করছিলেন ইশান্ত। অবশেষে ফল পেলেন তিনি। ইনিংসের ২৪তম ওভারে এসে জোড়া উইকেট নিয়ে গেলেন ইশান্ত।

উইকেট | আউট আর্চার। পর পর দু'বলে ২ উইকেট পেলেন ইশান্ত। বোল্ড করলেন আর্চারকেও। ২৯৯তম টেস্ট উইকেট ইশান্তের দখলে।

উইকেট | আউট বাটলার। অবশেষে উইকেট পেলেন ইশান্ত। বাটলারকে বোল্ড করলেন তিনি।

১৬৫ ওভার | ইংল্যান্ড ৫০১/৬ | উইকেটকিপার বাটলার (২২ রানে অপরাজিত) এবং স্পিনার বেস (৩ রানে অপরাজিত) রয়েছেন ক্রিজে। তাঁদের উইকেট নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শেষ ঘন্টার খেলা চলছে চেন্নাইয়ে।

১৫৬ ওভার | ইংল্যান্ড ৪৮১/৬ | পর পর উইকেট তুলে নিলেন অশ্বিন, নাদিম। রুট ফিরলেও ক্রিজে রয়েছেন বাটলার। দ্রুত রান তুলতে তাঁর জুড়ি মেলা ভার। পাঁচশোর কাছে পৌঁছে যাওয়া ইংল্যান্ডকে কত তাড়াতাড়ি থামাতে পারে ভারত সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।

উইকেট | আউট রুট। নাদিমের বলে এলবিডবলু হলেন তিনি। ৩৭৭ বলে ২১৮ রানের রাজকীয় ইনিংস খেললেন রুট।

উইকেট | আউট পোপ। অশ্বিনের বলে এলবিডবলু হলেন তিনি। ৮৯ বলে ৩৪ রান করেন পোপ।

চা বিরতি | ১৪৭ ওভার | ইংল্যান্ড ৪৫৪/৪ | দ্বিতীয় সেশনে বেন স্টোকসের উইকেট হারিয়ে ৯৯ রান তুলল ইংল্যান্ড। রুটের দ্বিশতরান হয়ে গিয়েছে। পিচ থেকে কোনও রকম সুবিধাই নিতে পারছেন না অশ্বিনরা। রান তোলার পথে কোনও বাধাই সৃষ্টি করতে পারছেন না ভারতীয় বোলাররা।

রুট ২০১* | ছয় মেরে দ্বিশতরান করলেন রুট।

১৪২ ওভার | ইংল্যান্ড ৪৩১/৪ | ফের জুটি গড়ল ইংল্যান্ড। উইকেট নিলেও বিপক্ষের ওপর চেপে বসতে ব্যর্থ ভারত। দ্বিশতরানের পথে ইংরেজ অধিনায়ক।

১২৮ ওভার | ইংল্যান্ড ৩৯৩/৪ | ভারতকে দিনের প্রথম উইকেট এনে দিলেন নাদিম। আরও কিছু উইকেট পর পর না ফেলতে পারলে বড় বিপদের আশঙ্কা। রুট অপরাজিত রয়েছেন ১৭০ রানে।

উইকেট | আউট স্টোকস। অবশেষে উইকেট পেল ভারত। নাদিমের বলে মারতে গিয়ে পূজারার হাতে ক্যাচ দিলেন স্টোকস (১১৮ বলে ৮২ রান)।

১২৫ ওভার | ইংল্যান্ড ৩৮৪/৩ | লাঞ্চের পর খেলা শুরু হলেও ভারতীয় দলের বোলারদের মধ্যে কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। কোনও উইকেট নেওয়ার মতো অবস্থাই তৈরি করতে পারেননি অশ্বিনরা।

লাঞ্চ | ১১৯ ওভার | ইংল্যান্ড ৩৫৫/৩ | প্রথম সেশনে উইকেট নিতে পারল না ভারত। রানের পাহাড়ের পথে ইংল্যান্ড।

১১৮ ওভার | ইংল্যান্ড ৩৫৪/৩ | ভারতীয় বোলারদের অবলীলায় খেলে চলেছেন রুট, স্টোকস। কোনও বাধাই তৈরি করতে পারছেন না অশ্বিনরা। ইতিমধ্যেই ৯টি চার এবং ২টি ছয় মেরেছেন স্টোকস (৬৩ রানে অপরাজিত)। রুট ক্রিজে রয়েছেন ১৫৫ রানে।

স্টোকস ৫০* | আক্রমণাত্মক অর্ধ শতরান ইংরেজ অলরাউন্ডারের। ৭৩ বলে ৫০ করলেন তিনি। পর পর দুটো চার মারলেন নাদিমকে।

রুট ১৫০* | নাদিমের বলে এক রান নিয়ে দেড়শো পেরলেন রুট। দ্বিশতরানের পথে রুট?

১০৫ ওভার | ইংল্যান্ড ৩০৮/৩ | তিনশো রানের গণ্ডি পার করল ইংল্যান্ড। অবলীলায় রান তুলছেন ২ ইংরেজ ব্যাটসম্যান। চেন্নাইয়ের মাঠে বড় রানের পথে ইংল্যান্ড।

১০০ ওভার | ইংল্যান্ড ২৮৪/৩ | ইশান্তের বল দেখে খেলছেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা। ১৭ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়েছেন তিনি। এখনও উইকেট না পেলেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন চোট সারিয়ে দলে ফেরা ভারতীয় পেসার।

৯৮ ওভার | ইংল্যান্ড ২৮০/৩ | ইতিমধ্যেই একটি ছয় মেরেছেন স্টোকস। ভারতীয় বোলাররা এখনও সেই ভাবে বিপদে ফেলতে পারেননি ২ ইংরেজ ব্যাটসম্যানকে। দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অশ্বিনরা।

৯২ ওভার | ইংল্যান্ড ২৬৯/৩ | রুটের সঙ্গী হলেন বেন স্টোকস। বুমরার বিষাক্ত ইয়র্কার প্রায় তাঁর উইকেট নিয়েই নিয়েছিল। শেষ মুহূর্তে ব্যাটে লেগে দিক পরিবর্তন করায় এখনও ক্রিজে স্টোকস।

প্রথম দিনে মাত্র ৩ উইকেট নিতে সফল হয়ে ছিলেন ভারতীয় বোলাররা। জো রুটের শতরানে ভর করে ২৬৩ রান ইতিমধ্যেই তুলে ফেলেছে ইংল্যান্ড। শনিবার সেই রান কোথায় নিয়ে গিয়ে শেষ করেন রুটরা সেই দিকেই থাকবে ক্রিকেটপ্রেমীদের নজর। ইংল্যান্ড অধিনায়ক শততম টেস্ট খেলতে নেমেছেন। শতরান তিনি পেয়ে গিয়েছেন, আরও বড় রান তিনি করতে পারেন কি না সেই দিকেও নজর থাকবে।

সুনীল গাওস্কর বলেন, “চিপকের পিচ থেকে প্রায় কিছুই পাচ্ছে না বোলাররা। ইংল্যান্ডকে যত তাড়াতাড়ি শেষ করে দিতে পারবে ভারতের তত সুবিধা হবে, ইংল্যান্ড যদি একবার ভাল শুরু করে তাহলে আজকেও বিপদে পড়বে ভারত।”

শুক্রবার দু’টি উইকেট নিয়েছিলেন যশপ্রীত বুমরা, একটি নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। শেষবেলায় ডোম সিবলিকে যখন ফিরিয়ে দেন বুমরা, ততক্ষনে ২০০ রানের জুটি গড়ে ফেলেছিলেন তিনি রুটের সঙ্গে। আজও বড় ভূমিকা নিতে হবে বুমরা, অশ্বিনদের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE