রোহিতের অর্ধশতরানে চালকের আসনে ভারত। ছবি টুইটার
প্রথম দিনের খেলা শেষ। ভারত ৯৯-৩। শেষ বেলায় কোহালি ফিরে গেলেও রোহিত ক্রিজে জমে গিয়েছেন। ইংল্যান্ডের থেকে মাত্র ১৩ রানে পিছিয়ে ভারত। ক্রিজে রয়েছেন রোহিত (অপরাজিত ৫৭) এবং অজিঙ্ক রাহানে (অপরাজিত ১)।
উইকেট। ক্রিজে জমে গিয়েও ফিরলেন বিরাট কোহালি। লিচের দুরন্ত সুইং তাঁর অফ স্টাম্প ভেঙে দিল। ২৭ রানে আউট ভারত অধিনায়ক।
নবম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের মাটিতে ৬০০০-এর বেশি রান করলেন রোহিত।
২৬ ওভার। দুরন্ত অর্ধশতরান রোহিত শর্মার। ক্রিজ কমাড়ে পড়ে থেকে ইংরেজ পেসারদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন হিটম্যান। যোগ্য সঙ্গত দিচ্ছেন বিরাট কোহালি।
২১ ওভার। ভারত ৫৭-২। জোড়া উইকেট পতনের ধাক্কা সামলে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত (৩৪) এবং কোহালি (১০)।
মাঠে ঢুকে পড়লেন অত্যুৎসাহী এক দর্শক। খেলা সাময়িক ভাবে বন্ধ থাকল কিছুক্ষণ। ওই সমর্থক কোহালির সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিলেন। কোহালি তাঁকে সরিয়ে দেন। জৈব সুরক্ষা ভেঙে এরকম ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
উইকেট। ক্রিজে নেমে মাত্র চার বল টিকলেন চেতেশ্বর পূজারা। জ্যাক লিচের বলে এলবিডবলু হয়ে ফিরে গেলেন তিনি। হঠাৎই চাপে পড়ল ভারত।
উইকেট। জফ্রা আর্চারের বল পুল করতে গিয়েছিলেন শুভমন। ব্যাটে-বল সঠিক সংযোগ হয়নি। ক্যাচ নিলেন ক্রলি। ১১ রানে ফিরলেন শুভমন।
১০ ওভার। ভারত ১৪-০। রোহিত ১০ এবং শুভমন ৪ রানে অপরাজিত। অ্যান্ডারসন এবং ব্রডের দুরন্ত বোলিং সামলিয়ে খেলছেন দুই ভারতীয়।
বোলারের রান-আপের জায়গায় কিছুটা অংশে গর্ত হয়েছিল। সেখানে রোলার চালানো হয়েছে। ফের খেলা শুরু।
ডিনারের পর শুরু হয়েছে খেলা। কিন্তু আপাতত কিছুক্ষণ বন্ধ আছে। পিচে কোনও সমস্যার কারণে মেরামতি চলছে।
ডিনার। ভারতের রান ৫-০। রোহিতই ৫ রান করেছেন। শুভমন অপরাজিত ০ রানে।
২ ওভার। ব্রডের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন শুভমন। তবে স্টোকস তা ফেলে দিয়েছেন।
স্টেডিয়ামের একাংশের আলো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে থাকায় থেমে ছিল খেলা।
প্রথম ইনিংসে নামল ভারত। ওপেন করছেন সেই রোহিত এবং শুভমন। প্রথম বল থেকেই সুইং করাচ্ছেন অ্যান্ডারসন।
উইকেট। ১১২ রানে শেষ ইংল্যান্ড। ইংরেজদের শেষ উইকিটটিও তুলে নিলেন অক্ষর। কাট করতে গিয়েছিলেন ফোকস। বল স্টাম্প ভেঙে দেয়। ৩৮ রানে ৬ উইকেট পেলেন অক্ষর। ঘরের মাঠে তিনিই রাজা।
উইকেট। আবার ইনিংসে পাঁচ উইকেট অক্ষরের। এই নিয়ে দ্বিতীয়বার। দীর্ঘক্ষণ রক্ষণাত্মক খেলছিলেন স্টুয়ার্ট ব্রড। হঠাৎ সুইপ করে ছয় মারতে গিয়ে ক্যাচ দিলেন বুমরার হাতে।
৪০ ওভার। ধীরে ধীরে আলো জ্বলে উঠছে মোতেরা স্টেডিয়ামের। দিনরাতের টেস্টের আসল মুহূর্ত, অর্থাৎ গোধূলির সময় উপস্থিত।
উইকেট। অশ্বিনের বল সামনে এগিয়ে খেলতে গিয়েছিলেন লিচ। সরাসরি ক্যাচ পূজারার হাতে।
উইকেট। দুরন্ত স্পিনে আর্চারের অফস্টাম্প নড়িয়ে দিলেন অক্ষর। চতুর্থ উইকেট পেলেন অক্ষর।
উইকেট। আবার সাফল্য। এ বার ফিরলেন বেন স্টোকস (৬)। তৃতীয় উইকেট পেলেন ঘরের ছেলে অক্ষর।
উইকেট। চা-বিরতির পর ফিরেই সাফল্য। পোপকে ১ রানের মাথায় ফিরিয়ে দিলেন অশ্বিন।
চা-বিরতি। ইংল্যান্ড ৮১-৪। প্রথম সেশনে ইংরেজদের চারটি উইকেট ফেলে দিয়েছেন কোহালিরা। জ্যাক ক্রলি বাদে কেউই সে ভাবে দাঁড়াতে পারেননি।
উইকেট। জোড়া সাফল্য ভারতের। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ক্রলিকে (৫৩) ফিরিয়ে দিলেন অক্ষর পটেল।
উইকেট। মরিয়া চেষ্টার পর অবশেষে সাফল্য। অধিনায়ক রুটকে (১৭) ফেরালেন অশ্বিন। রিভিউ নিয়েছিলেন রুট। তবে লাভ হয়নি।
অর্ধশতরান। অক্ষরকে চার মেরে পঞ্চাশ পেরোলেন ক্রলি। অধিনায়ক রুটকে নিয়ে ক্রিজে জমে গিয়েছেন তিনি।
১৪ ওভার। ইংল্যান্ড ৫১-২। দুরন্ত খেলছেন ক্রলি (৩৯)। ইশান্ত ফের দুটি চার মারলেন। ক্রিজে জমে গিয়েছেন উল্টোদিকে থাকা জো রুটও।
উইকেট। স্পিনার আনতেই সাফল্য। বেয়ারস্টোকে ফিরিয়ে দিলেন অক্ষর।
৬ ওভার। ইংল্যান্ড ২৭-১। ইশান্তের পর এ বার বুমরাকেও দুটি মারলেন ক্রলি।
৫ ওভার। ইংল্যান্ড ১৮-১। ক্রলিকে অনেক বেশি আত্মবিশ্বাসী লাগছে। ইশান্তকে পরপর দুটি চার মারলেন তিনি।
উইকেট। ইশান্তের বলে ফিরলেন সিবলি (০)। অফস্টাম্পের বাইরের পরে খোঁচা দিয়েছিলেন। স্লিপে ক্যাচ রোহিতের।
২ ওভার। ইংল্যান্ড এখনও কোনও রান করতে পারেনি।
শততম টেস্টে খেলছেন ইশান্ত। প্রথম ওভার করলেন তিনিই।
.@ImIshant was felicitated by the Honourable President of India Shri Ram Nath Kovind & Honourable Home Minister of India Shri Amit Shah before the start of play here in Ahmedabad.@rashtrapatibhvn @AmitShah pic.twitter.com/7elMWDa9ye
— BCCI (@BCCI) February 24, 2021
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা এবং যশপ্রীত বুমরা।
ইংল্যান্ডের প্রথম একাদশ: ডম সিবলি, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, জফ্রা আর্চার, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন।
ইংল্যান্ডের প্রথম একাদশেও চমক রয়েছে। দীর্ঘদিন পর তারা একসঙ্গে খেলাচ্ছে ব্রড এবং অ্যান্ডারসনকে। পাশাপাশি, জনি বেয়ারস্টোকে দলে নেওয়া হল ব্যাটসম্যান হিসেবে। উইকেটকিপার থাকছেন বেন ফোকসই
Toss Update!
— BCCI (@BCCI) February 24, 2021
England have won the toss & elected to bat against #TeamIndia in the third @Paytm #INDvENG Test.
Follow the match 👉 https://t.co/mdTZmt9WOu pic.twitter.com/dfXBK8XPCn
ভারতের প্রথম একাদশে রীতিমতো চমক। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর পটেল তো থাকলেনই। তৃতীয় স্পিনার হিসেবে দলে এলেন ওয়াশিংটন সুন্দর। জোরে বোলারদের সাহায্য করে বলে পরিচিত গোলাপি বলে। সেখানেই তিন স্পিনারকে খেলানোর সাহসী সিদ্ধান্ত নিলেন কোহালি। ইংল্যান্ডের প্রথম একাদশে চার পরিবর্তন হল।
সেই ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত। গুজরাতের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে দিনরাতের টেস্ট। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দিকে একধাপ এগিয়ে যাবে ভারত, তেমনই সিরিজ জয়ের ব্যাপারটাও অনেকটা নিশ্চিত হবে।
ভারতের মাটিতে এই নিয়ে দ্বিতীয় বার হতে চলেছে দিনরাতের টেস্ট। ইডেন গার্ডেন্সের বছর দেড়েক আগে প্রথম টেস্টে বাংলাদেশকে সহজেই উড়িয়ে দিয়েছিল তারা। কিন্তু মাসদুয়েক আগে অস্ট্রেলিয়ায় গিয়ে দুরমুশ হয় অ্যাডিলেডে। ৩৬ অলআউটের সেই লজ্জা প্রত্যেকের স্মৃতিতেই এখনও টাটকা।
এই ম্যাচই শততম টেস্ট হতে চলেছে জোরে বোলার ইশান্ত শর্মার কাছে। গোলাপি বলে টসে জিতলে সাধারণত ব্যাটিং নিতেই দেখা যায় অধিনায়কদের। কিন্তু আমদাবাদের পিচে স্পিনাররাও সাহায্য পাবেন। এখন দেখার জো রুট বা বিরাট কোহালি কী সিদ্ধান্ত নেন।
Who else is excited to watch @ImIshant play his 1️⃣0️⃣0️⃣th Test 🔝😎 #TeamIndia #INDvENG @Paytm pic.twitter.com/kgj5PLeBQs
— BCCI (@BCCI) February 24, 2021
MOOD😃😁 @Paytm #TeamIndia #INDvENG #PinkBallTest pic.twitter.com/ndRr3SSZKG
— BCCI (@BCCI) February 24, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy