প্রস্তুতি ম্যাচ খেলবেন কোহলীরা। ছবি রয়টার্স
ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ অনুযায়ী প্রস্তুতি ম্যাচের আয়োজন করে দিতে উদ্যোগী হল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
জানা গিয়েছে, আগামী ২০ থেকে ২২ জুলাই স্থানীয় কোনও দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলীরা। তবে কারা সেই দলে থাকবেন বা কোন দল খেলবে সে নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় দলকে বিরতি দেওয়া হয়েছে। প্রত্যেক ক্রিকেটারই নিজেদের মতো সময় কাটাচ্ছেন। ঋষভ পন্থকে দেখা গিয়েছে ইউরো কাপে ইংল্যান্ড-জার্মানি ম্যাচ দেখতে। কোচ রবি শাস্ত্রী দেখছেন উইম্বলডনের ম্যাচ।
Great to be back on a sunny day at @Wimbledon. Great tradition. Centre court beckons in a bit 🙌🏻 pic.twitter.com/tZ1PCIzhQr
— Ravi Shastri (@RaviShastriOfc) July 1, 2021
তিন সপ্তাহের বিরতি কাটিয়ে ১৪ জুলাই ভারতীয় দল জড়ো হবে। জৈব সুরক্ষা বলয়ে ঢোকার পর প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে তারা।
বিশ্ব টেস্ট ফাইনালে হারের পরেই প্রস্তুতি ম্যাচের গুরুত্ব বুঝিয়েছিলেন কোহলী। মূলত তিনি বলার পরেই ইসিবি-কে প্রস্তুতি ম্যাচের আয়োজন করার অনরোধ করে বিসিসিআই। বিশ্ব টেস্ট ফাইনালের আগে তাঁদের নিজেদের মতো দল ভাগ করে খেলতে হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy