আইএসএলে রেকর্ড পয়েন্ট নিয়ে (৫৬) লিগ-শিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী মঙ্গলবার থেকে প্লে-অফের প্রস্তুতি শুরু করবেন কোচ হোসে মলিনা। আশা করা যাচ্ছে, প্লে-অফে খেলবেন সাহাল আব্দুল সামাদ।
সাহাল শেষ বার খেলেছিলেন ৫ ফেব্রুয়ারি পঞ্জাব এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে চোট পাওয়ায় ৩৯ মিনিটের মাথায় তাঁকে তুলে নিতে হয়। তার পর থেকে তিনি সাইডলাইনেই রিহ্যাব সারছেন। প্লে-অফে মোহনবাগানের ম্যাচ হতে পারে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ, তাই মলিনা তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
প্লে-অফে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (চার) এবং জামশেদুপর এফসি-র (পাঁচ) মধ্যে জয়ী দল। এফসি গোয়া খেলবে বেঙ্গালুরু এফসি (তিন) এবং মুম্বই সিটি এফসি-র (ছয়) মধ্যে জয়ী দলের বিরুদ্ধে।
এ দিকে এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ আট থেকে বিদায়ের পরে ইস্টবেঙ্গলের প্রধান পরীক্ষা সুপার কাপ ধরে রাখা। মার্চের শেষ সপ্তাহে ফের সেই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করবে ইস্টবেঙ্গল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)