Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
India vs England 2021

ভারতের হাতে ৯ উইকেট এবং ২৪৯ রানের লিড, চিপকে সিরিজে সমতা ফেরানোর হাতছানি

১৩৪ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। শুভমনকে হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫৪/১।

উইকেট নেওয়ার পর অশ্বিনকে অভিবাদন কোহালি, রোহিতদের।

উইকেট নেওয়ার পর অশ্বিনকে অভিবাদন কোহালি, রোহিতদের। ছবি টুইটার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৮
Share: Save:

দিনের খেলা শেষ | ১৮ ওভার | ভারত ৫৪/১ | চিপকের মাঠে ২৪৯ রানে এগিয়ে রইল ভারত। সিরিজে সমতা ফেরানোর হাতছানি বিরাট কোহালিদের সামনে।

উইকেট | আউট শুভমন। লিচের বলে এলবিডবলু হলেন তিনি। ২৮ বলে ১৪ রান করলেন শুভমন।

১১ ওভার | ভারত ৩৯/০ | দ্রুত লিড বাড়ানোর লক্ষ্যে ভারত। ঘূর্ণি পিচে স্পিনারদের দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন ২ ভারতীয় ওপেনার।

৩ ওভার | ভারত ১০/০ | ওপেন করতে নামলেন রোহিত ও শুভমন। অলি স্টোনকে ৬ মারলেন রোহিত।

শুরু ভারতের দ্বিতীয় ইনিংসে।

উইকেট। আউট ব্রড। ১৩৪ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। ফের ব্যাট করতে নামবে ভারত।

উইকেট। আউট লিচ। ইশান্তের বলে শরীর ছুড়ে দুর্দান্ত ক্যাচ নিলেন পন্থ। ব্যাট করতে নামলেন ব্রড।

৫১ ওভার। ইংল্যান্ড ১০৭/৮ | দ্বিতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে রুটদের ইনিংস। অশ্বিনদের সামলাতে হিমশিম খাচ্ছে ইংল্যান্ড।

চা-বিরতি। অষ্টম উইকেটের পতনের পরেই চা-বিরতির সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা। ১০৬ রানে ৮ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

উইকেট। আবার উইকেট অশ্বিনের। ফিরলেন স্টোন। মিড-উইকেটে সোজা রোহিতের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। চার উইকেট হল অশ্বিনের।

উইকেট। মইনের প্রতিরোধ শেষ। ব্যাটের খোঁচা লেগে পন্থের প্যাডে লেগে বল সোজা রাহানের হাতে। দ্বিতীয় উইকেট নিলেন অক্ষর।

৪৭ ওভার। একশোর গন্ডি পেরোল ইংল্যান্ড। অশ্বিন, সিরাজের দাপুটে বোলিংয়ের সামনে লড়ছেন ফোকস (অপরাজিত ২২) এবং মইন (অপরাজিত ৫)।

উইকেট। দেশের মাটিতে প্রথম বলেই সাফল্য পেলেন মহম্মদ সিরাজ। ফিরিয়ে দিলেন উইকেটে জমে যাওয়া অলি পোপকে (২২)। পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পোপ।

৩৭ ওভার। ঘূর্ণি পিচের চ্যালেঞ্জ সামলে খেলে চলেছেন অলি পোপ (অপরাজিত ১৯) এবং বেন ফোকস (অপরাজিত ১৩)। ইংল্যান্ডের স্কোর ৮২/৫।

উইকেট। বড় সাফল্য পেল ভারত। অশ্বিন ফিরিয়ে দিলেন বেন স্টোকসকে। ১৮ রানে ফিরলেন স্টোকস। ইংল্যান্ড ৫৮/৫।

উইকেট এবং মধ্যাহ্নভোজের বিরতি। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে শেষ বলে লরেন্সের লড়াই শেষ করলেন অশ্বিন। ৫২ বলে ৯ রান করে ফিরলেন লরেন্স।

১৭ ওভার। ইংল্যান্ড ৩৮/৩। রুট ফিরে যাওয়ার পর ভারতীয় স্পিনারদের সামলানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন বেন স্টোকস (অপরাজিত ৭) এবং ড্যান লরেন্স (অপরাজিত ৯)।

উইকেট। জীবনের প্রথম টেস্ট উইকেট পেলেন অক্ষর পটেল। তা-ও আবার বিপক্ষের সবথেকে ভয়ঙ্কর ব্যাটসম্যানকে জো রুটকে হারিয়ে। সুইপ করতে গিয়ে টাইমিংয়ে ভুল হয়ে অশ্বিনকে ক্যাচ দিলেন রুট।

উইকেট। দ্বিতীয় উইকেট পতন ইংল্যান্ডের। বিপক্ষ শিবিরে হানা দিলেন অশ্বিন। সুইপ করতে গিয়েছিলেন ডম সিবলি। কোহালির হাতে জমা পড়ল ক্যাচ।

উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই রোরি বার্নসকে ফিরিয়ে দিলেন ইশান্ত শর্মা। ঠিক যে ভাবে শুরু করতে চাইছিল ভারত সেটাই হল।

ভারতের ইনিংস শেষ। ৩২৯ রানে শেষ কোহালিরা। একই ওভারে দ্বিতীয় উইকেট তুলে নিলেন স্টোন। বাউন্সারে খোঁচা দিয়ে ফিরলেন মহম্মদ সিরাজ। অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকলেন পন্থ ৫৮।

উইকেট। নবম উইকেট পড়ল ভারতের। অলি স্টোনের বলে ফোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কুলদীপ যাদব।

অর্ধশতরান। রুটকে ছয় এবং মইন আলিকে পরপর দুটি চার মেরে অর্ধশতরান পূরণ করলেন পন্থ। দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় উইকেটকিপার।

উইকেট। আবার আউট। আবার মইন। ফুলটস বল করেছিলেন। ইশান্ত ফ্লাইট বুঝতে না পেরে সুইপ করতে যান। বল ব্যাটের কানায় লেগে স্কোয়ার লেগে বার্নসের হাতে জমা পড়ে। ভারত ৩০৭/৮।

উইকেট। দ্বিতীয় ওভারেই ঝটকা দিল ইংল্যান্ড। মইন আলি ফেরালেন অক্ষরকে। অক্ষর ড্রাইভ করতে গিয়েছিলেন। বল ব্য়াটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার ফোকসের হাতে।

রোহিত শর্মার দুরন্ত ইনিংসের সৌজন্যে প্রথম দিনের শেষে বেশ ভাল জায়গায় ভারত। ৩০০/৬ স্কোর নিয়ে শেষ হয়েছে প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনে এই রান যতটা সম্ভব বাড়িয়ে নিতে চাইবেন বিরাট কোহালিরা। সেই দায়িত্ব অনেকটাই বর্তাবে ঋষভ পন্থের উপর। ৩৩ রানে অপরাজিত রয়েছেন তিনি। সঙ্গ দিচ্ছেন অক্ষর পটল (৫)।

পিচে ইতিমধ্যেই ভাল ভাবে বল ঘুরতে শুরু করছে। অনেকেরই ধারণা, ভারতীয় স্পিনাররা এই পিচে সফল হবেন। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, প্রথম দিনে পিচের ক্ষতস্থান কাজে লাগাতে পারেননি ইংরেজ স্পিনাররা। পাশাপাশি উঠে এসেছে সুইপ শট খেলার ক্ষেত্রে রোহিত শর্মাদের দক্ষতাও।

অন্য বিষয়গুলি:

virat kohli rohit sharma ajinkya rahane India vs England 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy