India’s probable XI for ICC Women's World T20 against Pakistan dgtl
India
বদলার ম্যাচে পাকিস্তানকে হারাতে আজ কেমন দল নামাতে পারেন হরমনপ্রীতরা
ছেলেদের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোনও দিন জয়ের মুখ দেখেনি পাকিস্তান। কিন্তু, মেয়েদের বিশ্বকাপে ছবিটা তেমন নয়। দু’বছর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিলেন ভারতের মেয়েরা। আজ বদলা নেওয়ার সুযোগ। দেখে নিন বদলার এই ম্যাচে কেমন দল নামাতে চলেছে ভারত।
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৩:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ছেলেদের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোনও দিন জয়ের মুখ দেখেনি পাকিস্তান। কিন্তু, মেয়েদের বিশ্বকাপে ছবিটা তেমন নয়। দু’বছর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিলেন ভারতের মেয়েরা। আজ বদলা নেওয়ার সুযোগ। দেখে নিন বদলার এই ম্যাচে কেমন দল নামাতে চলেছে ভারত।
০২১২
হরমনপ্রীত কৌর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করেছেন। আজ অধিনায়কের ব্যাট থেকে ফের চমকের প্রত্যাশা করা হচ্ছে।
০৩১২
স্মৃতি মান্ধানা: প্রথম ম্যাচে শুরুতেই আউট হয়ে যান। আজ ওপেনিংয়ে স্মৃতির চওড়া ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন হরমনপ্রিতরা।
০৪১২
মিতালি রাজ: এই মুহূর্তে দলের অভিজ্ঞতম ক্রিকেটার। মিতালির অভিজ্ঞতা দলের ভারসাম্য বাড়াতে সাহায্য করছে। আগের ম্যাচে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি।
০৫১২
জেমাইমা রদ্রিগেজ: হরমনপ্রিতের সঙ্গে জোট বেঁধে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন। রদ্রিগেজের ব্যাট থেকে আজও বড় রান আশা করা হচ্ছে।
০৬১২
বেদা কৃষ্ণমূর্তি: অলরাউন্ডার কৃষ্ণমূর্তির কাছ থেকে ভাল কিছু প্রত্যাশা করছে দল। পাওয়ার হিটার কৃষ্ণমূর্তির ব্যাট কথা বললে দুঃখ আছে সানা মিরদের।
০৭১২
দীপ্তি শর্মা: আগের ম্যাচে উইকেট পাননি। আজ পাকিস্তানের বিরুদ্ধে ভাল কিছু করতে হবে।
০৮১২
তানিয়া ভাটিয়া: উইকেটরক্ষক তানিয়া দলের ওপেনারও বটে। আজ সম্ভবত তানিয়াই শুরু করবেন। শুরুটা ভাল হলে পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে হরমনপ্রিতদের।
০৯১২
পুনম যাদব: পুনম যাদবের বিধ্বংসী বোলিং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় এনে দিয়েছে। আজও পুনমের স্পিনের ভেলকি দেখতে চান হরমনপ্রিত-মিতালিরা।
১০১২
রাধার হাত ধরে নিউজিল্যান্ডকে ধাক্কা দিয়েছিল ভারত। পাকিস্তানকে ধাক্কা দেওয়ার জন্য রাধা তুরুপের তাস হতে পারেন।
১১১২
অনুজা পাতিল: ভারতীয় দলে টি২০ স্পেশালিস্ট। বলের পাশাপাশি মাঝে মধ্যে ব্যাট হাতেও ভেলকি দেখাতে পারেন। তবে বোলার অনুজাকেই ফর্মে চান অধিনায়ক।
১২১২
দয়ালান হেমলতা: গত ম্যাচে তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সব প্রতিরোধ ভেঙে দিয়েছিলেন। আজও হেমলতা স্পিনের ভেলকি দেখাবেন বলেই আশা।