Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Duleep Trophy

দলীপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া ব্লু

শুরুটা যে ভাবে করেছিল ইন্ডিয়া ব্লু ঠিক সে ভাবেই শেষ করল। ৩৫৫ রানে ইন্ডিয়া রেডকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া ব্লু। প্রথম ইনিংসেই ইন্ডিয়া ব্লু-র দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে বড় রানের লক্ষ্যমাত্র রেখেছিলেন গৌতম গম্ভীররা।

ট্রফি নিয়ে দলীপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া ব্লু। ছবি: পিটিআই।

ট্রফি নিয়ে দলীপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া ব্লু। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৯
Share: Save:

ইন্ডিয়া ব্লু ৬৯৩/৬ (ইনিংস ঘোষণা) ও ১৭৯/৫ (ইনিংস ঘোষণা)

ইন্ডিয়া রেড ৩৫৬ ও ১৬১ (৪৪.১ ওভার)

ইন্ডিয়া ব্লু ৩৫৫ রানে জয়ী

শুরুটা যে ভাবে করেছিল ইন্ডিয়া ব্লু ঠিক সে ভাবেই শেষ করল। ৩৫৫ রানে ইন্ডিয়া রেডকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া ব্লু। প্রথম ইনিংসেই ইন্ডিয়া ব্লু-র দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে বড় রানের লক্ষ্যমাত্র রেখেছিলেন গৌতম গম্ভীররা। প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারার ব্যাট থেকে অপরাজিত ২৫৬ রান ও শেলডন জ্যাকসনের ১৩৪ রানের সৌজন্যে ইন্ডিয়া ব্লুয়ের রান পৌঁছেছিল ছ’উইকেটে ৬৯৩এ। তার মধ্যে ছিল গম্ভীরের ৯৪, মায়াঙ্ক আগরওয়ালের ৫৭ ও দীনেশ কার্তিকের ৫৫। জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া রেড ৩৫৬ রানেই গুটিয়ে যায়। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন স্টুয়ার্ট বিনি। ৯৮ রান করে জাদেজার বলে এলবিডব্লু হয়ে প্যাভেলিয়নে ফেরেন তিনি।

দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেটে ১৭৯ রান করে ইনিংস ঘোষণা করে ইন্ডিয়া ব্লু। এই রান করতে প্রথম ইনিংসের মত চেতেশ্বর পূজারার উপর নির্ভর করতে হয়নি। প্রথম ইনিংসে পূজারাকে নামানো হয়েছিল তিন নম্বরে। কিন্তু দ্বিতীয় ইনিংসে নামাতেই হল না তাঁকে। মায়াঙ্ক আগরওয়ালের ৫২ ও গৌতম গম্ভীরের ৩৬ রানের ওপেনিং ইনিংসেই জয়ের কাছে পৌঁছে গিয়েছিল ইন্ডিয়া ব্লু। শেষ কাজটি করে গেলেন রবিন্দ্র জাদেজা। দুই ইনিংসে নিলেন পাঁচটি করে উইকেট। মোট ১০ উইকেট নিয়ে বোলিংয়ে বাজিমাত জাদেজার। ডবল সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন চেতেশ্বর পূজারা।

আরও খবর

নির্বাচনের আগের দিন ডাবল সেঞ্চুরি পূজারার

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE