Advertisement
০৫ নভেম্বর ২০২৪
India junior team beat pakistan

পাকিস্তানকে হারিয়েই ফাইনালে ভারতের জুনিয়র হকি দল

একদিন আগেই হুঙ্কার দিয়েছিলেন ভারতীয় সিনিয়র হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ। উরিতে এভাবে সেনা মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। তাই হকির মাঠে পাকিস্তানকে হারিয়েই বদলা নিতে চেয়েছেন শ্রীজেশ। কিন্তু দাদারা সেই কাজ করার আগেই ভাইরা বদলাটা নিয়েই ফেলল।

পাকিস্তানকে হারানোর পর ভারতীয় জুনিয়র হকি দল। ছবি: ফেসবুক।

পাকিস্তানকে হারানোর পর ভারতীয় জুনিয়র হকি দল। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪৫
Share: Save:

ভারত ৩ (শিবম, দিলপ্রীত, নিলাম)

পাকিস্তান ১ (আমজাদ)

একদিন আগেই হুঙ্কার দিয়েছিলেন ভারতীয় সিনিয়র হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ। উরিতে এভাবে সেনা মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। তাই হকির মাঠে পাকিস্তানকে হারিয়েই বদলা নিতে চেয়েছেন শ্রীজেশ। কিন্তু দাদারা সেই কাজ করার আগেই ভাইরা বদলাটা নিয়েই ফেলল। বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। ম্যাচের ফল ৩-১। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে দেশের ছোটরা। চাইনিজ তাইপে কে ৫-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আয়োজক দল।

হয়তো শ্রীজেশের মন্তব্যটাই তাতিয়ে দিয়েছিল জুনিয়র ভারতকে। পাকিস্তানকে হারিয়ে সেই বার্তাই দিয়ে রাখলেন দেশের ছোটরা। ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই শিবম আনন্দের গোলে এগিয়ে যায় ভারত, হাফ টাইমের ঠিক আগেভারতের হয়ে ২-০ করেন দিলপ্রীত সিংহ। ৪৬ মিনিটে তৃতীয় গোল করে ভারতকে ৩-০ করতে সাহায্য করেন নিলাম সন্দীপ। শেষ ১০ মিনিটে ব্যবধান কমান পাকিস্তানের আমজাদ আলি খান। ৩-১ এ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের পতাকা উড়িয়ে এ বার বাংলাদেশেরই মুকোমুখি ভারত। আর একটা জয়ের অপেক্ষা। তা হলেই ট্রফি হাতে দেশে ফিরবেন শ্রীজেশ, সর্দারদের পরবর্তি প্রজন্ম।

এই টুর্নামেন্টের শুরুর ম্যাচেই বাংলাদেশের কাছে হেরে যেতে হয়েছিল ৪-৫ গোলে। এ বার বদলার পালা। যদিও পরের ম্যাচেই ও ওমানকে বড় ব্যবধান ১১-০ গোলে হারিয়ে পয়েন্ট তুলে নিয়েছিল।

আরও খবর

পাকিস্তানকে হকিতে হারিয়ে শহিদ সেনাদের হয়ে বদলা নিতে চান শ্রীজেশ

এ বার পুজোয় সাজুন নতুন রূপে

অন্য বিষয়গুলি:

India pakistan Asia Cup Hockey U18
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE