Advertisement
০৫ নভেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন ভারত ‘এ’

চারদেশীয় এক দিনের সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়া ‘এ’-কে ৫৭ রানে হারিয়ে ট্রফি জিতলেন রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ভারত ‘এ’ চার উইকেটে ২৬৬ তোলার পর যুজবেন্দ্র সিংহ চাহালের লেগ স্পিনের সামনে দ্রুত গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়ার প্রতিরোধ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৪:২০
Share: Save:

চারদেশীয় এক দিনের সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়া ‘এ’-কে ৫৭ রানে হারিয়ে ট্রফি জিতলেন রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ভারত ‘এ’ চার উইকেটে ২৬৬ তোলার পর যুজবেন্দ্র সিংহ চাহালের লেগ স্পিনের সামনে দ্রুত গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়ার প্রতিরোধ। ঘরের মাঠে ৪৪.৫ ওভারে ২০৯ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৪ রানে চার উইকেট নেন চাহাল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ‘এ’-র করুণ নায়ার (১) ও শ্রেয়স আইয়ারকে (৪১) হারানোর পর অধিনায়ক মণীশ পাণ্ডে (৬১) ও মনদীপ সিংহের (৯৫) জুটি টিমকে মজবুত জমিতে দাঁড় করিয়ে দিয়েছিল। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। ম্যাচের সেরা হন মনদীপ।

অন্য বিষয়গুলি:

India A Australia A
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE