Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Ravichandran Ashwin

ঘরের মাঠে অশ্বিনকে বিশ্বসেরা বললেন প্রাক্তন পাক স্পিনার

৭১ টেস্টে ৩৬৫ উইকেট নিয়েছেন অশ্বিন। তার মধ্যে দেশের মাঠে নিয়েছেন আড়াইশোর বেশি উইকেট। সাকলিনের মতে, হোম কন্ডিশনে সবচেয়ে বিপজ্জনক স্পিনার অশ্বিনই।

ঘরের মাঠে ৪৩ টেস্টে ২৫৪ উইকেট নিয়েছেন অশ্বিন। ছবি: পিটিআই।

ঘরের মাঠে ৪৩ টেস্টে ২৫৪ উইকেট নিয়েছেন অশ্বিন। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ১৫:০৫
Share: Save:

ঘরের মাঠে বিশ্বের সেরা স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে বেছে নিলেন সাকলিন মুস্তাক। পাকিস্তানের কিংবদন্তি স্পিনারের মতে, হোম কন্ডিশনে চেন্নাইয়ের অফস্পিনার তুলনাহীন।

৪৯ টেস্টে ২০৮ উইকেটের মালিক সাকলিন মুস্তাক বলেছেন, “এখন নেথান লিয়ন খুব ভাল বল করছে। ইংল্যান্ড, পাকিস্তান, এমনকি ভারতের বিরুদ্ধেও ওর পারফরম্যান্স ভাল। স্ট্রাইক রেট যেমন রেখেছে, তাতে এখন বিশ্বের অন্যতম সেরা ও। রয়েছে অশ্বিনও। ঘরের মাঠে ও দুর্দান্ত। দেশের বাইরেও ভাল পারফরম্যান্স রয়েছে ওর। তবে ঘরের মাঠে ওর চেয়ে ভাল কোনও বোলার নেই। টেস্টে রবীন্দ্র জাডেজাও ভাল বোলার।” ৭১ টেস্টে ৩৬৫ উইকেট নিয়েছেন অশ্বিন। এর মধ্যে ঘরের মাঠে ৪৩ টেস্টে নিয়েছেন ২৫৪ উইকেট। অন্য দিকে, কেরিয়ারে ৯৬ টেস্টে ৩৯০ উইকেট নিয়েছেন লিয়ন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় গিয়ে গোলাপি বলে টেস্ট খেলা কঠিন হবে, মত রোহিতের

আরও পড়ুন: দলে পাঁচ ভারতীয়, নেই বুমরা-ধোনি-মর্গ্যান! বিশ্বসেরা এক দিনের দল বেছে বিতর্কে ব্র্যাড হগ

ভারতের চায়নাম্যান কুলদীপ যাদবেরও প্রশংসা করেছেন সাকলিন। বলেছেন, “ছোট ফরম্যাটে ভারতের কুলদীপ যাদব খুব ভাল। ওর বোলিং আমার পছন্দ। হৃদয় বড় কুলদীপের। বেশ কয়েক বার ওর সঙ্গে কথা হয়েছে। প্রচণ্ড ইতিবাচক ও। শিক্ষিতও, বিশেষ করে ক্রিকেটীয় জ্ঞানে। ও রীতিমতো ভাল বোলার।”

কুলদীপ এখনও পর্যন্ত ছয় টেস্ট, ৬০ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন। নিয়েছেন যথাক্রমে ২৪, ১০৪ ও ৩৯ উইকেট।

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Ravichandran Ashwin Saqlain Mushtaq Nathan Lyon Kuldeep Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy