Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Ian Chappell

বিচারককে অমান্য নয়, ডিআরএস চান না ইয়ান

ডিআরএস-এর সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে প্রযুক্তি ও যন্ত্রের দখল থাকুক ক্রিকেট সংস্থার উপর।

ইয়ান চ্যাপেল। ফাইল চিত্র।

ইয়ান চ্যাপেল। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ০৩:৫১
Share: Save:

ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) সংস্কার চাইলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর মতে, যে ভাবে এই পদ্ধতি চলছে তাতে আম্পায়ারের প্রতি ক্রিকেটারের অনাস্থা আগামী দিনে আরও বাড়বে। ডিআরএস নিয়ে ক্ষোভ জানাতে চ্যাপেল ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের চলতি টেস্ট সিরিজের কথা উল্লেখ করেছেন। এই সিরিজে রিভিউয়ের সংখ্যা বাড়িয়ে প্রতি ইনিংসে তিনটি করা হয়েছে। যা নিয়ে এক ক্রিকেট ওয়েবসাইটে চ্যাপেল নিজের কলামে লিখেছেন, ‍‘‍‘আম্পায়ার সব সময়ে ঠিক সিদ্ধান্ত নেন। তাঁর সঙ্গে তর্ক করা যায় না। একজন শিক্ষার্থীর কাছে এটা ক্রিকেটের প্রথম পাঠ। কিন্তু এই মহৎ বার্তাই এখন ক্রিকেট থেকে হারিয়ে যাচ্ছে ডিআরএসের জন্য।’’

অস্ট্রেলিয়ার হয়ে ৭৫টি টেস্টে খেলা এই প্রাক্তন তারকা ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আম্পায়ার রিচার্ড কেটেলবরোর নাম উল্লেখ করে লিখেছেন, ‍‘‍‘প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে কেটেলবরোর তিনটি সিদ্ধান্ত বদল করা হয়। আন্তর্জাতিক প্যানেলের অন্যতম সেরা আম্পায়ার ও। আমার কিন্তু সহানুভূতি রয়েছে ওর প্রতিই।’’ যোগ করেন, ‍‘‍‘একটা সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ডিআরএস-এর উপরে আস্থা রাখেনি। আমার এখনও এই পদ্ধতির উপরে পূর্ণ আস্থা নেই। রিভিউয়ের ব্যাপারে নিয়ন্ত্রণ থাকুক আম্পায়ারের হাতে। ক্রিকেটারেরা এটা নিয়ে কথা বলতে পারে না।’’

চ্যাপেল আরও বলেছেন, ‍‘‍‘ডিআরএস-এর সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে প্রযুক্তি ও যন্ত্রের দখল থাকুক ক্রিকেট সংস্থার উপর। টিভি প্রযোজনা সংস্থার উপর নয়। কারণ এর সঙ্গে ক্রিকেটের স্বচ্ছতা জড়িয়ে। বিনোদন নয়।’’ সম্প্রতি সচিন তেন্ডুলকরও এই একই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‍‘‍‘বল কত শতাংশ উইকেটে লাগছে তা বিচার্য নয়। প্রযুক্তি বল উইকেটে লাগছে দেখালেই এলবিডব্লিউ হয়। মানুষের মতো প্রযুক্তিও ১০০ শতাংশ নিখুঁত হয় না।’’

অন্য বিষয়গুলি:

Ian Chappell DRS Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy