Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Sports News

আইপিএল খেলেই জাতীয় দলে ফিরতে চান ধবন

বার বার চোট আর সঙ্গে অফ ফর্ম ঘুরে ফিরে সমস্যায় ফেলেছে ভারতের ওপেনার শিখর ধবনকে। এ বার তিনি আবার দেশের হয়ে খেলতে চান। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা হয়নি। কিন্তু আইপিএল-এ নিজের সেরাটা দিয়ে আবার জাতীয় দলে ফিরতে চান শিখর ধবন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ২১:০৯
Share: Save:

বার বার চোট আর সঙ্গে অফ ফর্ম ঘুরে ফিরে সমস্যায় ফেলেছে ভারতের ওপেনার শিখর ধবনকে। এ বার তিনি আবার দেশের হয়ে খেলতে চান। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা হয়নি। কিন্তু আইপিএল-এ নিজের সেরাটা দিয়ে আবার জাতীয় দলে ফিরতে চান শিখর ধবন। আইপিএল-এ খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এতদিন খুব হতাশার মধ্যে কেটেছে তাঁর। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। খেলায় ফিরিয়েছে ডোমেস্টিক টুর্নামেন্ট। ধবন বলেন, ‘‘যেদিন থেকে আমি জাতীয় দলের বাইরে গিয়েছি তখন থেকে সব টুর্নামেন্টই আমার জন্য গুরুত্বপূর্ণ। সেটা টি২০ হোক বা কোনও ডোমেস্টিক টুর্নামেন্ট বা দিল্লির হয়ে কোনও একদিনের ম্যাচ। কিন্তু আমি যে ভাবে ভেবেছিলাম তেমনভাবে সবটা এগোয়নি। কিন্তু এখন আবার সব সঠিক পথে চলছে। এই ভাল ফর্মটাকেই কাজে লাগাতে চাই।’’

আরও খবর: কেকেআর-এ আন্দ্রে রাসেলের পরিবর্ত গ্র্যান্ডহোম

তিনি আরও বলেন, ‘‘আমি কিছুটা হতাশ ছিলাম এটা ভেবে যে আমার আন্তর্জাতিক ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে। জাতীয় দলে ফেরার জন্য আমি মুখিয়ে রয়েছি। জাতীয় দলে ফেরার জন্য এখন আমাকে সব রকম ক্রিকেটে বড় রান করতে হবে। আমি অনেক খেটেছি ক্রিকেটে ফেরার জন্য। আর নিজের খেলাকে উপভোগ করছি।’’ শিখর ধবনের মতে আইপিএল সঠিক সময়েই এসেছে। এটাকেই মঞ্চ করে তিনি ঘুরে দাঁড়াতে চান। গত বছরও দারুণ ছন্দে ছিলেন তিনি। তাঁর ঝুলিতে এসেছিল মোট ৫০১ রান। গড় ৩৮.৫৪। এ বারও ডেভিড ওয়ার্নারের সঙ্গে হায়দরাবাদের হয়ে ওপেন করতে নামবেন তিনি। গত বারের চ্যাম্পিয়নদের এ বার শুরুতেই মুখোমুখি হতে হবে বেঙ্গালুরুর। যাদের হারিয়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল দল। ধবন বলেন, ‘‘আমি প্রথম ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমি আমার নার্ভ ঠিক রেখে খেলতে পারব বলেই আশা করছি।’’

হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচ দিয়েই শুরু হবে এ বারের আইপিএল। যদিও বেঙ্গালুরুতে শুরু থেকে নেই বিরাট। ধবনের মতে, ‘‘বিরাট অসাধারণ প্লেয়ার। ও সামনে থেকে দলকে লিড করে। এটা আমাদের জন্য ভাল ও দলে নেই প্রথম থেকে। কিন্তু ও ছাড়াও অনেকে রয়েছে ওই দলে যাঁরা প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পারে। ক্রিস গেইল, শেন ওয়াটসন, এবি ডি’ভিলিয়ার্সরা তো আছেই। কিন্তু আমাদেরও প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে। আমরা জয় দিয়ে শুরু করতে মুখিয়ে রয়েছি।’’

অন্য বিষয়গুলি:

Sikhar Dhawan IPL 2017 Sunrisers Hyderabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE