বল করছেন যশপ্রীত বুমরা। ছবি পিটিআইয়ের সৌজন্যে।
যশপ্রীত বুমরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের এক নম্বর বোলার। তাই স্বাভাবিকভাবেই তিনি হয়ে উঠেছেন তরুণ বোলারদের রোল মডেল। তবে তিনি রোল মডেল হলেও তাঁর বোলিং অ্যাকশন নকল করা কিন্তু মোটেও সোজা কাজ নয়। বিচিত্র বোলিং অ্যাকশনের জন্য তিনি ক্রিকেট মহলে সমাদৃত।
সেই যশপ্রীত বুমরার বোলিং অ্যাকশনে বল করে তাক লাগিয়ে দিল হংকংয়ের এক খুদে প্রতিভা। সেই খুদের বোলিং অ্যাকশনের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই খুদের বোলিং অ্যাকশন দেখলে মনে হবে বল করছে ছোট বুমরা। নেটিজেনরাও এই কিশোরের মধ্যে খুঁজে পাচ্ছেন বুমরার ছায়া।
সম্প্রতি হংকংয়ে চলছিল অনূর্ধ্ব ১৩ লিগের ম্যাচ। সেই লিগের ম্যাচেই বুমরার অ্যাকশনে বল করে তাক লাগিয়ে দিয়েছেন ওই খুদে।
Spotted in the U-13s League today - another interesting bowling action. Does this remind you of somebody? 🤔@Jaspritbumrah93 @BCCI @ICCMediaComms @ICC #Cricket #HKCricket pic.twitter.com/A8OOfmtfPG
— Cricket Hong Kong (@CricketHK) March 3, 2019
২০১৬ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বুমরার। তার পর থেকে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৮০টি উইকেট নিয়েছেন তিনি।
It starts like Muralitharan for a bit before the Bumrah takes over.
— Suneer (@suneerchowdhary) March 3, 2019
আরও পড়ুন: থুতু ছিটিয়ে ছয় ম্যাচ নির্বাসিত জবি, বড় ধাক্কা ইস্টবেঙ্গলে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy